Howrah: যেই না খসড়া লিস্ট বেরিয়েছে…অমনি হাওড়ার BLO-রা যা করলেন দেখুন শুধু…

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 16, 2025 | 7:53 PM

SIR: কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে। ফর্ম ৬ পূরণ করতে হবে। অনলাইনেই ওই ফর্ম পূরণ করতে পারবেন। অফলাইনেও জেলাশাসকের দফতর থেকেও সংগ্রহ করা যাবে ফর্ম ৬।

খসড়া তালিকা প্রকাশের পরই তৎপরতা শুরু হাওড়ার বিএলওদের। কারও নাম বাদ গেলে কী করতে হবে, কোন ফর্ম পূরণ করবেন? ভোটারদের সহযোগিতা করতে এখন ব্যস্ত বিএলও-রা। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এখানে উল্লেখ্য, মঙ্গলবার নির্ধারিত দিনেই খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে। ফর্ম ৬ পূরণ করতে হবে। অনলাইনেই ওই ফর্ম পূরণ করতে পারবেন। অফলাইনেও জেলাশাসকের দফতর থেকেও সংগ্রহ করা যাবে ফর্ম ৬।

Published on: Dec 16, 2025 07:52 PM