Howrah Fire News: গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া, আশপাশের দোকান পুড়িয়ে দিল মোম কারখানার আগুন

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Jan 28, 2023 | 10:52 AM

Howrah Fire: দাউদাউ করে জ্বলছে আগুন, গলগল করে বেরচ্ছে ধোঁয়া। চামরাইল মোম ফ্যাক্টরিতে আগুন লাগায় আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারের দোকানগুলোতে।

হাওড়া: কালো ধোঁয়া উঠে যাচ্ছে সোজা আকাশে, চোখ জ্বালা করা বিষ বাতাসে… এমনই ছবির দেখা মিলল হাওড়ায়। মোমের কারখানায় ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলছে আগুন, গলগল করে বেরচ্ছে ধোঁয়া। চামরাইল মোম ফ্যাক্টরিতে আগুন লাগায় আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারের দোকানগুলোতে। কারখানার পাশেই পাওয়ার হাউস থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে খবর।

তিনটি পাওয়ার হাউস রয়েছে এই এলাকায়, খবর সূত্রের। জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় হাই-টেনশন তার রয়েছে, সেই তারেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে নেমে পড়েন বলে খবর। অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখবে দমকল কর্তৃপক্ষ।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla