Bongaon Fire News: আবার আগুন!
গভীর রাতে বনগাঁ স্টেট ব্যাঙ্ক সংলগ্ন কুড়ির মাঠ এলাকায় হঠাৎই বাড়ির নিচে থাকা কাগজ পেতির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন বাড়ির সদস্যরা তারপরই যোগাযোগ করেন ওই এলাকার কাউন্সিলর অমিতাভ দাশের সঙ্গে, এরপরেই দমকল কে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে দমকল পৌঁছে, ওই গোডাউনের দরজার তালা ভেঙ প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
গতকাল গভীর রাতে বনগাঁ স্টেট ব্যাঙ্ক সংলগ্ন কুড়ির মাঠ এলাকায় হঠাৎই বাড়ির নিচে থাকা কাগজ পেতির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন বাড়ির সদস্যরা তারপরই যোগাযোগ করেন ওই এলাকার কাউন্সিলর অমিতাভ দাশের সঙ্গে, এরপরেই দমকল কে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে দমকল পৌঁছে, ওই গোডাউনের দরজার তালা ভেঙ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|
এই বিষয়ে ওই এলাকার কাউন্সিলর অমিতাভ দাস বলেন, আমি বাড়িতেই ছিলাম ইতিমধ্যে খবর পাই, আমার ওয়ার্ড এর মধ্যেই একটি বাড়ির নিচে কাগজের পেটির গোডাউনে আগুন লাগে, তৎক্ষণাৎ আমি ঘটনাস্থলে পৌঁছে দমকলকে বনগাঁ পুলিশ প্রশাসনকে এবং বিদ্যুৎ দপ্তর কে খবর দিয়, তারপরে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে|
এই বিষয়ে বাড়ির সদস্যা সুপ্রিয়া শেঠ বলেন আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ জানালা দিয়ে ধোয়া দেখতে পাই, নিচের কাগজের পেটির গোডাউন থেকে বীভৎস ধোঁয়া বেরোচ্ছে, আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং আমাদের কাউন্সিলর কে জানাই, তিনি দমকল বিভাগকে খবর দেন, এবং দমকল বিভাগ এর কর্মীরা গোডাউনের দরজার তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রায় দু ঘন্টার চেষ্টায়|