New Zealand Rat Problem: ইঁদুর মুক্ত হবে এই দেশ

New Zealand Rat Problem: ইঁদুর মুক্ত হবে এই দেশ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 04, 2023 | 9:21 PM

২০৫০ এর মধ্যে ইঁদুর বিনাশ করতে হবে। এই লক্ষ্যে নিউজিল্যান্ডে ইঁদুর নিধন যজ্ঞ চলছে। ইঁদুরের হানায় মারা পড়ছে বিরল প্রজাতির প্রাণী ও পাখি। শিকারি ইঁদুর নিরীহ প্রাণীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে হত্যা করছে তাদের। এর আগে ১১ লক্ষের বেশি পাখি মারা গেছে বন বিড়ালের হানায়। তাই নড়েচড়ে বসেছে প্রশাসন ও বন্য প্রাণী সংগঠন গুলো

২০১৬ থেকে ইঁদুরের হানা বেড়েছে নিউজিল্যান্ডে। ২০৫০ এর মধ্যে ইঁদুর বিনাশ করতে হবে। এই লক্ষ্যে নিউজিল্যান্ডে ইঁদুর নিধন যজ্ঞ চলছে। ইঁদুরের হানায় মারা পড়ছে বিরল প্রজাতির প্রাণী ও পাখি। শিকারি ইঁদুর নিরীহ প্রাণীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে হত্যা করছে তাদের। এর আগে ১১ লক্ষের বেশি পাখি মারা গেছে বন বিড়ালের হানায়। তাই নড়েচড়ে বসেছে প্রশাসন ও বন্য প্রাণী সংগঠন গুলো। মাটির কাছে বাসা করা পাখিরা ইঁদুরের শিকার হচ্ছে। এর মধ্যে আছে নিউজিল্যান্ডের সিগনেচার পাখি কিউই। প্রিডেটর ফ্রি ২০৫০ লিমিটেড নামে এক সংস্থা তৈরি করেছে সরকার। তাঁদের লক্ষ্য ওয়েলিংটনকে প্রিডেটর ফ্রি করা। ইঁদুর মারতে ইনফ্রা রেড ক্যামেরা ও ট্র্যাপ ব্যবহার হচ্ছে। সবচেয়ে ভয়ানক ইঁদুর ফেরেট, উইসেল ও স্টোটস ও পোসাম প্রজাতির ইঁদুর।