Godzilla Soup: এ কোন প্রাণীর স্যুপ?

Godzilla Soup: এ কোন প্রাণীর স্যুপ?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 04, 2023 | 9:32 PM

তাইওয়ানের দউলিউ সিটিতে ইউলিন নামের এক কান্ট্রি রেস্তোরাঁর ছবি এটি। এই খাবার খাওয়ার সাহস করেননি কেউ। অনেকের মতে এটা কুমিরের মাংস। কুমিরের মাংস বেশ কিছু দেশে জনপ্রিয় খাবার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে রীতিমত কুমিরের খামার আছে চাষের জন্য। দক্ষিণ আফ্রিকাতেও খাদ্য হিসাবে রেস্তোরাঁয় পাওয়া যায় কুমিরের মাংস

সম্প্রতি তাইওয়ানের এক রেস্তোরাঁর এক ডিশের ছবি ভাইরাল হয়েছে। গডজিলা স্যুপের ছবি এটা। এই স্যুপে ডিম, বেবি কর্ণ, গাজর আর লেবুর স্লাইসের সঙ্গে ওটা কী? মোটা নখ আর এত মোটা আঁশ কোন প্রাণীর? তাইওয়ানের দউলিউ সিটিতে ইউলিন নামের এক কান্ট্রি রেস্তোরাঁর ছবি এটি। এই খাবার খাওয়ার সাহস করেননি কেউ। অনেকের মতে এটা কুমিরের মাংস। কুমিরের মাংস বেশ কিছু দেশে জনপ্রিয় খাবার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে রীতিমত কুমিরের খামার আছে চাষের জন্য। দক্ষিণ আফ্রিকাতেও খাদ্য হিসাবে রেস্তোরাঁয় পাওয়া যায় কুমিরের মাংস। ওই রেস্তোরাঁয় পাওয়া যায় পর্ক, বিফ আর সামুদ্রিক প্রাণীর স্যুপ। পাওয়া যায় বিরল প্রাণীর স্যুপও। গডজিলা র‍্যামেন নিয়ে সারা দুনিয়ার খাদ্য রসিকদের মধ্যে শোরগোল পড়েছে।