Jalpaiguri Sand Scam: পুলিশ ব্যস্ত নির্বাচনে, ওদিকে চলছে বালি পাচার!
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও দেদার চলছে নদীতে জেসিবি আর্থ মুভার বসিয়ে বালি ও পাথর তোলা। ডুয়ার্সের মালবাজারের চেল এবং ঘীস নদীতে। এমনি ছবি ধরা পরেছে। নদী বুকে বসানো হয়েছে আর্থ মুভার জেসিবি মেশিন। রীতিমতো দিনে দুপুরে মালবাজার থানার অন্তর্গত চেল নদী এবং ঘেষ নদীতে দেখা মিললো সেই ছবির
পুলিশ যখন নির্বাচন কাজে ব্যস্ত তখন সেই সুযোগে চেল এবং ঘিস নদীতে জেসিবি আর্থ মুভার বসিয়ে দেদার চলছে বালি তোলা। চলছে ওভার লোডিং এর রমরমা ব্যবসা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও দেদার চলছে নদীতে জেসিবি আর্থ মুভার বসিয়ে বালি ও পাথর তোলা। ডুয়ার্সের মালবাজারের চেল এবং ঘীস নদীতে। এমনি ছবি ধরা পরেছে। নদী বুকে বসানো হয়েছে আর্থ মুভার জেসিবি মেশিন। রীতিমতো দিনে দুপুরে মালবাজার থানার অন্তর্গত চেল নদী এবং ঘেষ নদীতে দেখা মিললো সেই ছবির। পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং গ্রীন ট্রাইবুনালের নির্দেশিকাকে অমান্য করে নদী বুকে বসানো হয়ে এই সব জেসিবি মেশিন আর দেদারে চলছে বালি লুঠ বলে অভিযোগ। ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা।
যদিও জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গনপত বলেন, পুলিশ সবসময় পরিস্থিতির উপরে নজর রাখছে। কোথাও কোন ধরনের অভিযোগ পেলে তড়িঘড়ি ব্যবস্থা না হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি গাড়ি ধরা হয়েছে ফাইন করা হয়েছে।

