Panihati News: দরজা খোলা রেখেই গলায় ফাঁস স্বামী স্ত্রীর, দেখল ভাইপো
পানিহাটিতে এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী। নিজেদের বাড়ির দরজা খোলা রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মৃত শেখর সামন্ত এবং কণিকা সামন্তের পরিবার জানিয়েছে, তাঁদের আর্থিক কোনও সমস্যা ছিল না। তাই হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক পরিবার সহ প্রতিবেশীরাও। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দরজা খোলা থাকায় প্রথমে দেখতে পান মৃতের ভাইপো এবং দেখে […]
পানিহাটিতে এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী। নিজেদের বাড়ির দরজা খোলা রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মৃত শেখর সামন্ত এবং কণিকা সামন্তের পরিবার জানিয়েছে, তাঁদের আর্থিক কোনও সমস্যা ছিল না। তাই হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক পরিবার সহ প্রতিবেশীরাও।
ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দরজা খোলা থাকায় প্রথমে দেখতে পান মৃতের ভাইপো এবং দেখে শিউরে ওঠেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তকারীরা এখনও নিশ্চিত নন—এটা আত্মহত্যা, নাকি কেউ পরিকল্পনা করে ঝুলিয়ে দিয়েছে তাঁদের।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করলেও, দরজা খোলা থাকা, দম্পতির মনের অবস্থা বা পারিবারিক পরিস্থিতি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
কি বলছে মৃতদের পরিবার? দেখুন ভিডিয়ো।