Vastu Tips: এই পাখি বাড়িতে এলে, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
বাড়িতে পাখির ছবিও রাখলেও আপনার শুভ হবে। আনেকের বাড়ির বারান্দা বা ছাদে পাখিরা আসে। সেই পাখিদের আনাগোনাকে শুভ বলে মনে করা হয়। এমন কিছু পাখি আছে,যে পাখি থাকলে আপনার ধন-সম্পত্তি বাড়তে পারে। আপনার বাড়িতে যদি পায়রা আসে, তাহলে আপনার জন্য শুভ। পায়রা আপনার ভাগ্য পরির্বতন করতে পারে।
অনেকেই বছর আগে থেকেই মানুষ পশু-পাখি পালন করেন। কিন্তু এই পশু-পাখি আপনার জন্য কি শুভ? অনেকেই বাড়িতে পাখি রাখেন। বাড়িতে পাখি থাকা শুভ। বাড়িতে পাখির ছবিও রাখলেও আপনার শুভ হবে। আনেকের বাড়ির বারান্দা বা ছাদে পাখিরা আসে। সেই পাখিদের আনাগোনাকে শুভ বলে মনে করা হয়। এমন কিছু পাখি আছে,যে পাখি থাকলে আপনার ধন-সম্পত্তি বাড়তে পারে। আপনার বাড়িতে যদি পায়রা আসে, তাহলে আপনার জন্য শুভ। পায়রা আপনার ভাগ্য পরির্বতন করতে পারে। সাদা পায়রা আপনার বাড়িতে এলে আপনি অর্থ লাভ করবেন। পেঁচাকে বলা হয় লক্ষ্মীর বাহন। রাতে আপনার বাড়ির পাশে পেঁচা দেখতে পেলে বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স। আপনার বাড়িতে যদি পাখিতে বাসা তৈরি করে,তাহলে সুখ ও শান্তি ফিরবে। নীলকন্ঠ পাখিকে দেখা শুভ লক্ষণ। এই পাখি দেখলে কাজে সাফল্য পাবেন। টিয়া পাখির দেখা পেলে, আপনার ভাগ্য খুলে যেতে পারে। বিবাহিত জীবনে ধরা দেবে সুখ।