Imran Khan Pakistan News: গ্যাস মাস্ক পরিহিত ইমরান খানকে দেখা গেল প্রকাশ্যে

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 16, 2023 | 7:01 PM

Pakistan News: প্রকাশ্যে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইমরানের সমর্থকদের বিরোধিতায় প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় লাহোরের রাস্তা। শেষ পর্যন্ত ইমরানকে গ্রেফতার না করেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

প্রকাশ্যে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তোষাখানা মামলায় ইমরানকে গ্রেফতার করার জন্য,তাঁর লাহোরের জামান পার্কের বাড়িতে হানা পুলিশের। তাঁর সমর্থকদের বিরোধিতায় প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় লাহোরের রাস্তা। শেষ পর্যন্ত ইমরানকে গ্রেফতার না করেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ। তাঁর বাড়ির বাইরে ধুন্ধুমার চললেও,ইমরানের দেখা পাওয়া যায়নি। বাড়ির ভিতর থেকে একের পর এক ভিডিয়ো বার্ত দিয়েছিলেন। এর পরের দিনই,তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করলেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দেখা গেল গ্যাস মাস্ক পরা অবস্থায়। তাঁর বাড়িতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল পাক পুলিশ,তার প্রতিবাদেই এই গ্যাস মাস্কের অবতারণা। ওই মাস্ক পরেই সমর্থকদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় ইমরানকে। ক্রিকেটার শাহরিয়ার এজাজ,গ্যাস মাস্ক পরা ইমরান খানের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন,’সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন’। ইমরান খান এক ভিডিয়ো বার্তায় অভিযোগ করেছিলেন,তাঁকে গ্রেফতারের চেষ্টা ‘নিছক নাটক’। পুলিশের আসল উদ্দেশ্য ছিল তাঁকে ‘অপহরণ এবং হত্যা করা’। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন,’এটাই কি নিরপেক্ষতা?’ গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন,এর মধ্যে ৫৪ জনই পুলিশ কর্মী। আহতদের লাহোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান সমর্থকদের তাড়ায় পালাতে বাধ্য হয় সশস্ত্র রেঞ্জাররা। বুধবার সকাল থেকে ফের ইমরানের বাড়ি ঘিরে রেখেছে পাক রেঞ্জাররা।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla