Landslide in School: বারাবনিতে স্কুলের দরজার সামনে ধস - বন্ধ পঠন পাঠন

Landslide in School: বারাবনিতে স্কুলের দরজার সামনে ধস – বন্ধ পঠন পাঠন

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 01, 2023 | 6:08 PM

Landslide: এবার ধস নামলো স্কুলে। স্কুলের দরজার সামনে ১০ ফুট গভীর ও ৪ ফুট বাসার্ধের একটি গর্ত তৈরি হয়। ধসের জেরে বন্ধ করে দেওয়া হয় স্কুলের পঠন-পাঠন। আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।

এবার ধস নামলো স্কুলে। স্কুলের দরজার সামনে ১০ ফুট গভীর ও ৪ ফুট বাসার্ধের একটি গর্ত তৈরি হয়। ধসের জেরে বন্ধ করে দেওয়া হয় স্কুলের পঠন-পাঠন। আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বারাবনি বিধানসভার দোমাহানি এলাকায় ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন পড়ুয়ারা স্কুলে এসে দেখে দরজার সামনে বিশাল গর্ত। তার আগেই অবশ্য ধসের খবর পেয়ে যান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল শিক্ষিকা চন্দ্রানী মণ্ডল বলেন আমরা খবর জানাই বারাবনি থানার পুলিশকে। পুলিশ খবর দেয় ইসিএল কর্তৃপক্ষকে। ধস কবলিত এলাকাটি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুলিশ প্রশাসন। তিনি বলেন পড়ুয়াদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুলের বাউন্ডারির দরজা। ফিরিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। এদিকে খবর পেয়ে ছুটে আসেন জেলা স্কুল পরিদর্শক দেবরাজ পাল। তিনি জানান বিকল্প জায়গা না পাওয়া পর্যন্ত আপাতত স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দা খালিদ হোসেন মণ্ডল বলেন এই প্রথম নয়। এই স্কুল চত্বর ময়দানে বিশাল ধস নেমেছিল বছর তিনেক আগে। আস্ত দোতলা বাড়ি ধসে তলিয়ে গিয়েছিল। এবার ধসের কবলে পড়লো স্কুল বিল্ডিং।

ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা ভরাটের আশ্বাস দেন।জানা গেছে ১৯৫৩ সালে বেসরকারি কোল কোম্পানি এখানে কয়লা খনন করেছিল। অভিযোগ সেখানে তারা কয়লা উত্তোলন করেই ভরাট না করে চলে যায়। তারপর থেকেই বারবার এই ফরিদপুর এলাকায় ধস নামছে বলে অভিযোগ। তবে বিকল্প স্কুল বিল্ডিং এর খোঁজ শুরু হয়েছে। তারপরে হবে স্বাভাবিক পঠন পাঠন।