AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্যে বিজেপির স্বপ্নভঙ্গ! কোন চালে বাজিমাত তৃণমূলের?

রাজ্যে বিজেপির স্বপ্নভঙ্গ! কোন চালে বাজিমাত তৃণমূলের?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 09, 2024 | 11:44 PM

Share

রাজ্যে বিজেপির স্বপ্নভঙ্গ! কোন চালে বাজিমাত তৃণমূলের? আশা জাগিয়েও কেন ব্যর্থ বামেরা? লোকসভা নির্বাচনের কাটাছেঁড়া। TV9 বাংলা নিউজ সিরিজ ‘বঙ্গ ভোটের পোস্টমর্টেম’।

আজকের নিউজ সিরিজে রয়েছে চারটি পর্ব। লক্ষ্মীর ভাণ্ডারেই লক্ষ্মীলাভ?, ধামাচাপা দুর্নীতি? , মুসলিম-মেরুকরণ, ‘কাঠিবাজি’-তেই হার?।

স্লোগান উঠেছিল ‘অব কি বার চারশো পার’। বিজেপি ৩৭০, এনডিএ ৪০০। স্লোগানই সার, একক দল হিসেবে ম্যাজিক ফিগারই ছুঁতে পারেনি বিজেপি। কেন? কেন মসনদের লড়াইয়ে পিছিয়ে পড়ল গেরুয়া শিবির? কেন কথা দিয়েও কথা রাখতে পারলো না তারা? তিন বড় রাজ্যের ফল দেখলেই উত্তর খানিকটা স্পষ্ট হয়ে যাবে। উত্তরপ্রদেশ, বলা হয়, উত্তরপ্রদেশ যার দিল্লিও তার। ২০১৯ সালে ৮০ আসনের উত্তরপ্রদেশে ৬২টি আসন পেয়েছিল বিজেপি। এবার অর্ধেকের একটু বেশি। ৩৩। ২০১৯ সালে রাজস্থানে ২৪ টি আসনে জিতেছিল বিজেপি। এবার তা কমে হয়েছে ১৪। ২০১৯ সালে মহারাষ্ট্রে ২৩ টি আসনে জিতেছিল বিজেপি এবার মাত্র ৯ টি আসনে তাদের জয় এসেছে। আসন কমেছে বিহার, বাংলাতেও। দুই রাজ্য মিলিয়ে ছিল ৩৫, হয়েছে ২৪। ৪২ আসনের দাবি করেছিল বিজেপি নেতৃত্ব। কারণ খুঁজতে আসুন একটু পিছিয়ে যাই, লোকসভা ভোটের দু’বছর আগে, কোটি টাকার পাহাড় ডিঙিয়ে ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথম ঝুলির থেকে বেরিয়ে এল শিক্ষা দুর্নীতির বিড়াল। তোলপাড় গোটা রাজ্য। তারপর গরুপাচার। কয়লা পাচারে বারবার ডাক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডেকে পাঠিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে। যত দিন গড়িয়েছে ততই বেড়েছে রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি। ভোটের কাউন্টডাউন শুরু হতে যেন দুই বিরোধী পক্ষের লড়াই তুঙ্গে উঠলো। লোকসভা ভোটের ৬ মাস আগে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় তৃণমূল। তার একমাসের মধ্যেই রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটের তিন মাস আগে, জ্যোতিপ্রিয় মল্লিকের লিঙ্ক ধরেই ময়দানে নামলো ইডি। সন্দেশখালিতে গেল শেখ শাজাহানকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সেদিনই সব হাওয়া ঘুরে গেল। মার খেল ইডি। তারপর উত্তাল হয়ে উঠল সন্দেশখালি। শেখ শাজাহান আর তার দলবলের বিরুদ্ধে পথে নামলেন সন্দেশখালির মহিলারা। উঠল নারী নির্যাতনের মত অভিযোগ। অনেকটা ব্যাকফুটে তৃণমূল। পায়ের তলার মাটি ফিরে পেতে শুরু হল একের পর এক ভাইরাল ভিডিও সামনে আনা। লোকসভা ভোটের একমাস আগে, ২৬০০০ চাকরি বাতিল হল কলকাতা হাই কোর্টের অর্ডারে। আরও জোরদার দুর্নীতির অভিযোগ। সবার একটাই প্রশ্ন, সবুজ কী মুছে যাবে বাংলা থেকে? ৪ঠা জুন কি বাংলার দিকে দিকে শুধুই গেরুয়া ঝড় উড়বে? হারানো মাটি ফিরে পাবে বাম-কংগ্রেস? ছাব্বিশের বিধানসভার আগেই কি ছাড়খার হয়ে যাবে তৃণমূল? কিন্তু অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ জুন দিকে দিকে উড়ল সবুজ আবীর। দিকে দিকে মমতা-অভিষেক জয়ধ্বনি। কিন্তু কীভাবে ঘুরে গেল রাজ্যে ভোটের হাওয়া? একমাত্র TV9 বাংলা এই ফলাফলের পূর্বাভাস দিয়েছিল। বাকি সবার আউট অফ সিলেবাস হয়ে গেল কেন? কোন ফ্যাক্টরে বাংলায় দুর্মুষ হল দুর্নীতি? সন্দেশখালি কেন কোনও প্রভাব ফেলতে ব্যর্থ? লক্ষ্মীর ভাণ্ডারই কি গেম চেঞ্জার? ধর্মের নাম ভোট ভাগ হল বাংলায়? কীভাবে পিছিয়ে গেল বিজেপি? বাজিমাত করলো তৃণমূল? কেন খাতা খুলতে পারলো না বামেরা?