Dhupguri Hospital Agitation News: রোগীর আত্মীয়দের পেটাল চিকিৎসক!
রোগী আত্মীদের আটকে রেখে মারধোরের গুরুতর অভিযোগ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রাতে এমন অভিযোগে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে৷ রোগী আত্মীয়দের তরফে এদিন থানায় লিখিত অভিযোগ জানানো না হলেও প্রায় ঘন্টা খানেক ধরে চলে গন্ডোগোল। ঘটনার জেরে মারমুখি হয়ে ওঠে হাসপাতালে হাজির সাধারণ মানুষও৷
রোগী আত্মীদের আটকে রেখে মারধোরের গুরুতর অভিযোগ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রাতে এমন অভিযোগে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে৷ রোগী আত্মীয়দের তরফে এদিন থানায় লিখিত অভিযোগ জানানো না হলেও প্রায় ঘন্টা খানেক ধরে চলে গন্ডোগোল। ঘটনার জেরে মারমুখি হয়ে ওঠে হাসপাতালে হাজির সাধারণ মানুষও৷ জানা যায় এদিন রাতে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ইমারজেন্সিতে পৌছান সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় এবং জোৎস্না রায়। পায়ের ব্যাথায় কাতর চার বছরের শিশু কন্যাকে নিয়ে দম্পতি হাসপাতালে গেলে ডিউটিতে থাকা ডাঃ দেবদাস মন্ডল কে দেখান তারা। তিনি প্রেসক্রিপশনও করে দেন বলে খবর। এরপর দম্পতি প্রেসক্রিপশনে লেখা ওষুধ চাইলে কথাকাটি শুরু হয় চিকিৎসকের সাথে। সেসময় নাইট শিফটের চিকিৎসক ডাঃ সেখানে পৌছান বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে শিশুকন্যাকে নিয়ে আসা দম্পতি হাসপাতাল থেকে ওষুধ দেওয়ার দাবি জানাতে থাকেন এবং চিকিৎসকরা জানান রাতে ফার্মাসি বন্ধ থাকে সেজন্যে বাইরে থেকে কিনতে হবে ওষুধ গুলো৷ এনিয়ে কথাকাটাকাটি চরমে পৌছালে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। দম্পতির অভিযোগ সেসময় দুই ডাক্তার এবং হাসপাতালের আরেক কর্মী তাদের টেনে নিয়ে কোলাপসেবল গেট আটকে দিয়ে তাদের মারধোর করেন৷
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

