AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জলের জন্য হাহাকার Iran-এ, এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫ গুণ বেশি দামে!

জলের জন্য হাহাকার Iran-এ, এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫ গুণ বেশি দামে!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 06, 2025 | 5:45 PM

Share

Iran Civil War, Water Crisis: ইরানের দোকানে খাবার নেই। ঘরে জল নেই। টাকা দিলে খাবার তবু মিলতে পারে, কিন্তু জল কোথায়? জলের জন্য হাহাকার করছে ইরান। এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫ গুণ বেশি দামে।

যুদ্ধ শেষে রোজকার জীবনযুদ্ধে ফিরে ইরানবাসী বুঝছেন, তাঁদের চেনা জগত্‍টা বদলে গিয়েছে একেবারে। দোকানে খাবার নেই। ঘরে জল নেই। টাকা দিলে খাবার তবু মিলতে পারে, কিন্তু জল কোথায়? জলের জন্য হাহাকার করছে ইরান। এক বোতল জল বিক্রি হচ্ছে ২৫ গুণ বেশি দামে।

বুধবার ইরানের জলসম্পদ মন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, মজুত জলে আর বড়জোর ১০-১২ দিন চলবে। ফলে, দেশের মানুষকে যতটা সম্ভব দেশের উত্তরে চলে আসার কথা বলেছেন তিনি। দক্ষিণে জল সরবরাহের আপাতত কোনও আশা নেই। শুধু তেহরান নয়, দেশের অধিকাংশ বড় শহরেই একই অবস্থা।

Published on: Nov 06, 2025 05:45 PM