Kasba Case: অভিমান করেছেন মদন মিত্র?
কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার দলকে চাপে ফেলায় তিনি লিখিতভাবে দুঃখপ্রকাশ করলেন। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁকে শোকজ চিঠি পাঠান। রবিবার পাঠানো ওই চিঠির জবাবে মদন মিত্র জানান, তাঁর মন্তব্য যদি দলের ভাবমূর্তিতে ক্ষতি করে থাকে, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। […]
কসবায় আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার দলকে চাপে ফেলায় তিনি লিখিতভাবে দুঃখপ্রকাশ করলেন। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁকে শোকজ চিঠি পাঠান। রবিবার পাঠানো ওই চিঠির জবাবে মদন মিত্র জানান, তাঁর মন্তব্য যদি দলের ভাবমূর্তিতে ক্ষতি করে থাকে, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে তিনি দলের নিয়ম ও অনুশাসন মেনে চলবেন। প্রসঙ্গত, কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলছে। এমন সংবেদনশীল মুহূর্তে মদন মিত্র নির্যাতিতার চালচলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা জনমনে ক্ষোভের জন্ম দেয় এবং দলের ভাবমূর্তিতেও প্রভাব পড়ে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন মদন মিত্র? দেখুন ভিডিয়ো