MS Dhoni Bike Collection: মাহির ৫০টি বাইক, দেখেছেন?
ধোনির দু চাকা ও চার চাকার প্রতি অনুরাগ সর্বজনবিদিত। ভিন্টেজ থেকে স্পোর্টস ভার্সনের সব রকম গাড়িই আছে ধোনির সংগ্রহে। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ গিয়েছিলেন রাঁচি। ধোনির বাইকের গ্যারাজে ঢুকে চক্ষু চড়কগাছ ভেঙ্কির।
ধোনির দু চাকা ও চার চাকার প্রতি অনুরাগ সর্বজনবিদিত। ভিন্টেজ থেকে স্পোর্টস ভার্সনের সব রকম গাড়িই আছে ধোনির সংগ্রহে। সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ গিয়েছিলেন রাঁচি। ধোনির বাইকের গ্যারাজে ঢুকে চক্ষু চড়কগাছ ভেঙ্কির। ভেঙ্কি বলেন বিশাল প্যাশন আর পাগলামির ফসল ধোনির সংগ্রহ। ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন স্পিনার সুনীল যোশি। ধোনির বাইকের প্রতি পাগলামি বা প্যাশন কিংবা অনুরাগ।বিভিন্ন সময়ে মাঠেও দেখা গেছে সেই ভালবাসা। কখনও বিদেশে পুলিশের বাইক চড়েছেন। কখনও বিশ্বমানের বাইকে সওয়ার হয়েছেন মাহি। ধোনির এই গ্যারাজ আসলে হবার ছিল একটি ব্যক্তিগত ব্যাডমিন্টন কোর্ট। তার বদলে এই বাইকের বাড়ি। মাহি বলছেন আগে তাঁর মা ও বোন এই বাইকের বাড়িঘর নিয়ে আপত্তি করতেন। এখন এনিয়ে আপত্তি করেন সাক্ষী। ৫০টিরও বেশি বাইক আছে এই কালেকশনে। ধোনি বলেন বাইক গুলোকে ভালবাসার কারণ ওরা কিছু নিয়ে অভিযোগ করে না। তেল ভরে নিলেই ওরা সচল, বেশি যত্নও করতে হয় না।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

