Alien News: মাঝরাতে মানুষের স্পার্ম চুরি এলিয়েনের!

Alien News: মাঝরাতে মানুষের স্পার্ম চুরি এলিয়েনের!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 28, 2023 | 7:41 PM

অন্য গ্রহে কি সত্যিই প্রাণ আছে? আদৌ কি ভিনগ্রহী বা এলিয়েনদের অস্তিত্ব রয়েছে? বিভিন্ন সময়ে গবেষকরা তাঁদের গবেষণার ভিত্তিতে UFO এবং সেই সংক্রান্ত একাধিক বিষয়ে আপডেটগুলি শেয়ার করেন।

অন্য গ্রহে কি সত্যিই প্রাণ আছে? আদৌ কি ভিনগ্রহী বা এলিয়েনদের অস্তিত্ব রয়েছে? বিভিন্ন সময়ে গবেষকরা তাঁদের গবেষণার ভিত্তিতে UFO এবং সেই সংক্রান্ত একাধিক বিষয়ে আপডেটগুলি শেয়ার করেন। এলিয়েনদের নজর শুধু মানুষের উপর নয়,তাদের প্রজনন ব্যবস্থার উপরেও। মধ্যরাতে পৃথিবীতে মানুষের শুক্রাণু ও ডিম্বাণু চুরি করে নিজেদের হিউম্যান হাইব্রিড তৈরির খেলায় মেতেছে এলিয়েনরা। এলিয়েনরা এখন মানুষের প্রজনন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। কারণ, তাদের লক্ষ্য হল মানুষের মতো হাইব্রিড এলিয়েনদের একটি বাহিনী তৈরি করা। এই ধরনের হাইব্রিড এলিয়েন তৈরি করে,তাদের মাধ্যমেই পৃথিবী দখল করার ছক কষছে ভিনগ্রহীরা। UFO বিশেষজ্ঞ আরও দাবি করেছেন,এলিয়েনদের এই পরিকল্পনা সম্পর্কে মানুষ মোটেও সচেতন নয়। আর সেখানেই সবথেকে ভয়ঙ্কর বিষয়টির কথা জানিয়েছেন সন্ডার্স। তাঁর আতঙ্ক,কোন দিন মানুষের বাড়িতে মানুষের রূপ ধারণ করেই ঘোরাফেরা করবে এলিয়েনরা। মানুষ সে দিন তা হয়তো বুঝতেও পারবেন না। তাঁর গবেষণা সম্পর্কে কলিন একটি বইও লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, হাইব্রিড এলিয়েনগুলি দেখতে মানুষের মতোই। তাঁর দাবি করেছেন যে,যাঁরা এলিয়েনদের দ্বারা অপহৃত হওয়ার কথা বলেন,তাঁরাও আসলে ভিনগ্রহীদের এই পরিকল্পনারই অংশ। ভিনগ্রহীরা পৃথিবী থেকে মানুষকে নিয়ে যায় এবং সেখানে তাঁদের নিয়ে গিয়ে শুক্রাণু ও ডিম্বাণু বের করে নেয়। কলিন সন্ডার্সের বক্তব্য,এলিয়েনরা মানুষের শুক্রাণু ও ডিম্বাণুর মিশ্রণ করে একটি মানব-এলিয়েন হাইব্রিড তৈরি করে। তিনি আরও বলছেন যে,এই নতুন প্রজাতি আমাদের মধ্যেই বসবাস করতে পারে,যা আমাদের ধারণারও বাইরে। এক UFO বিশেষজ্ঞ রবার্ট পুলমেও বিশ্বাস করেন যে,ধীরে-ধীরে পৃথিবীতে এলিয়েনদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা আমাদের মধ্যেই থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বলে আরও যোগ করলেন রবার্ট।

Published on: Mar 28, 2023 07:41 PM