BLO in SIR: ব্রেনস্ট্রোক! আশঙ্কজনক অবস্থায় ডায়মন্ড হারবার থেকে BLO কে পাঠানো হল কলকাতায়
SIR: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রায়দিঘির মথুরাপুর-২ নম্বর ব্লকের বাসিন্দা তথা ১১০ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা (৫২)। পরিবারের দাবি, এসআইআর পর্বে অতিরিক্ত কাজের চাপের কারণেই তার এই অবস্থা হয়েছে।
এসআইআর-র মূল পর্ব শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার একের পর এক বিএলও-র অসুস্থ হওয়ার খবর এসেছে। এসেছে মৃত্যুর খবর। এরইমধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রায়দিঘির মথুরাপুর-২ নম্বর ব্লকের বাসিন্দা তথা ১১০ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা (৫২)। পরিবারের দাবি, এসআইআর পর্বে অতিরিক্ত কাজের চাপের কারণেই তার এই অবস্থা হয়েছে। ১১০ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য জাহারুল মোল্লাও ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, “কমিশন যে পরিস্থিতি তৈরি করেছে তাতেই এই অবস্থা। বিএলও হিসাবে বারবার মানুষের কাছে যেতে হচ্ছিল। উনি ভালই কাজ করছিলেন। কিন্তু চাপ ক্রমেই বাড়ছিল।
