AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhigyan Naskar

Abhigyan Naskar

Author - TV9 Bangla

abhijnan.press@gmail.com

ইতিহাসে স্নাতকোত্তর। ২০০০ সাল থেকে সাংবাদিকতা শুরু। কাজের অভিজ্ঞতা রয়েছে প্রথম শ্রেণির সংবাদপত্রে। টিভি নাইন বাংলাতে প্রথম দিন থেকেই সুন্দরবন এলাকা-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাংবাদিকতা করি।

Awas Yojona:  ‘দোতলা বাড়ি থাকলেও তৃণমূল করলেই পাবেন আবাসের বাড়ি’, TMC নেতার বক্তব্য ঘিরে চর্চা

Awas Yojona: ‘দোতলা বাড়ি থাকলেও তৃণমূল করলেই পাবেন আবাসের বাড়ি’, TMC নেতার বক্তব্য ঘিরে চর্চা

Awas Yojona Controvercy: কেবল আবাস যোজনা নয়, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও এই নিয়ম পালিত হবে বলেও আশ্বাস দিতে শোনা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, এসআইআর পর্বে এই লক্ষ্মীর ভান্ডার নিয়েও কম বিতর্ক হয়নি। কারণ দেখা গিয়েছে, অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীও এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। সেরকমই কয়েকজন আবার সংবাদমাধ্যমের কাছে তা স্বীকারও করেছেন।

Basanti: ‘দরকার হলে BLO-র হাত ভেঙে দেব…’ বিধায়কের কথা শুনেই উঠল হাততালির ঝড়

Basanti: ‘দরকার হলে BLO-র হাত ভেঙে দেব…’ বিধায়কের কথা শুনেই উঠল হাততালির ঝড়

Basanti: বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনের তরফ থেকে বলা হয় যে, 'রাজনৈতিক দলের লোকেরা বেশি চাপ তৈরি করছে বিএলও-দের উপর।' অন্যদিকে আইনজীবী কপিল সিব্বল বলেন, "বাস্তব ছবিটা একেবারেই আলাদা। বিএলও-দের উপর এত চাপ যে তাঁরা আত্মহত্যা করছেন।"

SIR in Bengal: পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম, একটু সুস্থ হতেই টোটোয় চেপে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও

SIR in Bengal: পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম, একটু সুস্থ হতেই টোটোয় চেপে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও

SIR: ক্যানিং ১ নম্বর ব্লকের গোপালপুর পঞ্চায়েতের হেড়োভাঙ্গা কাছারিপাড়া এলাকায় থাকেন সিন্টু রাউৎ। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী পার্শ্ব শিক্ষক। এবার তাঁর কাঁধে এসেছে বিএলও-র দায়িত্ব। ক্যানিং পশ্চিম বিধানসভার ২৩৮ নম্বর বুথের বিএলও তিনি।

Baruipur: রাতের অন্ধকারেই সব সাফ! মিড ডে মিলে বারুইপুরের স্কুলে দিতে হল বিস্কুট

Baruipur: রাতের অন্ধকারেই সব সাফ! মিড ডে মিলে বারুইপুরের স্কুলে দিতে হল বিস্কুট

Theft in School: ঘটনার পর থেকেই শিক্ষক থেকে পড়ুয়া সকলের মধ্যেই আতঙ্কের আবহ। শিক্ষকরা বারুইপুুর থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের এক রাঁধুনি বলছেন, “সকালে স্কুলে এসে দেখি ইট দিয়ে তালা ভেঙে ফেলা হয়েছে।

SIr in Bengal: এবার জয়নগর! কাজের চাপে হৃদরোগে আক্রন্ত BLO, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন MLA

SIr in Bengal: এবার জয়নগর! কাজের চাপে হৃদরোগে আক্রন্ত BLO, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন MLA

BLO in Bengal: জয়নগরের হরিনারায়নপুর ৩১ নম্বর বুথের BLO কমল নস্কর। পেশায় দুয়ের পল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ অতিরিক্ত কাজের চাপ তিনি আর নিতে পারছিলেন না।

ম্যানগ্রোভের আড়ালে ওত পেতে ছিল, সঙ্গীদের চোখের সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ

ম্যানগ্রোভের আড়ালে ওত পেতে ছিল, সঙ্গীদের চোখের সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ

সবে নৌকা থেকে নেমেছেন। সামনে যে বিপদ ওত পেতে বসে রয়েছে বুঝতে পারেননি। কাঁকড়া ধরতে নৌকা থেকে নামতেই এক মৎস্যজীবীকে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাটি জঙ্গল এলাকায়। মঙ্গলবার সকালে কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা তাপস হালদার(৪৫) সঙ্গী ধীবর গোপাল পাইক ও নেপাল পাইকের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকায় চেপে রওনা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের পর। নৌকা থেকে একাই প্রথমে নেমেছিলেন তাপস হালদার। ঠিক সেই সময়েই ম্যানগ্রোভ জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। দুই সঙ্গী ধীবর চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের ধীবররা নৌকা নিয়ে সেখানে চলে আসেন। তাঁরা জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে ওই ধীবরের খোঁজ চালান। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করার পরও তাপসের হদিশ পাননি। ফিরে আসেন গ্রামে। কান্নায় ভেঙে পড়েন তাপসের পরিবার।

Baruipur: চেয়ারম্যানেরই দুটো ভোটার কার্ড-দুটো এনুমারেশন ফর্ম! দানা বেঁধেছে বিতর্ক

Baruipur: চেয়ারম্যানেরই দুটো ভোটার কার্ড-দুটো এনুমারেশন ফর্ম! দানা বেঁধেছে বিতর্ক

Baruipur: বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, যাতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী বলেন, "এর পিছনে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। আমাকে ও আমার দলকে বদনাম করার জন্যই দু-দুটি এপিক কার্ড করেছে বিজেপি।"

SIR আবহে CAA ক্যাম্প খুলে তোলা হচ্ছে টাকা, অভিযোগ ঘিরে শোরগোল বাসন্তীতে

SIR আবহে CAA ক্যাম্প খুলে তোলা হচ্ছে টাকা, অভিযোগ ঘিরে শোরগোল বাসন্তীতে

এসআইআরের আবহে বিভিন্ন জায়গায় সিএএ-র জন্য আবেদন বাড়ছে। আর এই CAA ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অভিযোগ স্থানীয় হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। বাসন্তীর উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় রীতিমতো ক্যাম্প খুলে চলছে সিএএ-র জন্য ফর্ম পূরণ। অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা কারও কাছ থেকে হাজার, কারও থেকে বারোশো টাকা নিচ্ছেন। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের ভয় দেখানো হচ্ছে। তবে ক্যাম্পের কর্মীদের দাবি, কোনও অনৈতিক কাজ করা হচ্ছে না ক্য়াম্প থেকে।

South 24 Parganas: আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, কমিশনের দ্বারস্থ

South 24 Parganas: আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, কমিশনের দ্বারস্থ

South 24 Parganas: দিল্লিতে সালেমা গাজির সঙ্গে পরিচয় হয় শফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতেন শফিক। সালেমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে যান তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক।

Abhijit Ganguly: তৃণমূলে আসা উচিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের: বিমান বন্দ্যোপাধ্যায়

Abhijit Ganguly: তৃণমূলে আসা উচিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের: বিমান বন্দ্যোপাধ্যায়

Abhijit Ganguly: সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি। আর তার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তমলুকের সাংসদ। সেই মন্তব্য ঘিরে আলোড়ন গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির দফতরে এই নিয়ে বৈঠকও হয়েছে।

Kultali: ৩২ হাজারের ফোনে চলছে না, আইফোন না পেয়ে মৃত্যুই বেছে নিল দশম শ্রেণির ছাত্র

Kultali: ৩২ হাজারের ফোনে চলছে না, আইফোন না পেয়ে মৃত্যুই বেছে নিল দশম শ্রেণির ছাত্র

Kultali: নিমপীঠ আশ্রমের দশম শ্রেণির ছাত্র ছিল দীপাঞ্জন। তার বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। কয়েকমাস আগে প্রায় ৩২ হাজার টাকা দিয়ে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন তাঁর বাবা ভাস্কর দাস। কিন্তু জন্মদিন উপলক্ষে সে আবারও মা-বাবার কাছে আইফোন কিনে দেওয়ার অনুরোধ জানায়।

Baruipur: দু’দিন ধরে নিখোঁজ ছিলেন, খাল থেকে উদ্ধার হয় যুবকের দেহ

Baruipur: দু’দিন ধরে নিখোঁজ ছিলেন, খাল থেকে উদ্ধার হয় যুবকের দেহ

Baruipur Crime News: ফিরোজ সোনারপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হকারি করতেন।ময়নাতন্ত্রের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। খুন না দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রবিবার সকালে কাজে বেরিয়েছিলেন ফিরোজ।