Nadia News: বাপের বাড়িতে বউ, ফিরে পেতে থানায় স্বামী
প্রেম করে সদ্য বিবাহিত বউকে বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠল বাবার বাড়ির বিরুদ্ধে। অবশেষে বউ ফেরত পেতে থানার দ্বারস্থ যুবক। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। জানা যায় নদীয়ার শান্তিপুর থানার বাগাছরা হাইস্কুল পাড়ার যুবক সমীর দাস। প্রায় এক মাস আগে শান্তিপুর থানার ঘোড়ারিয়া দোলপাড়ার এক যুবতীর সঙ্গে ভালোবাসার টানে বিয়ে করে। দাম্পত্য জীবন […]
প্রেম করে সদ্য বিবাহিত বউকে বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠল বাবার বাড়ির বিরুদ্ধে। অবশেষে বউ ফেরত পেতে থানার দ্বারস্থ যুবক। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। জানা যায় নদীয়ার শান্তিপুর থানার বাগাছরা হাইস্কুল পাড়ার যুবক সমীর দাস। প্রায় এক মাস আগে শান্তিপুর থানার ঘোড়ারিয়া দোলপাড়ার এক যুবতীর সঙ্গে ভালোবাসার টানে বিয়ে করে। দাম্পত্য জীবন দিন কয়েক সুখেই কাটছিল তাদের। কিন্তু হঠাৎ আবার ছন্দপতন ঘটে। জানা যায় ওই যুবতীর বাবার বাড়ি থেকে খবর দেওয়া হয় তার বাবার প্রচন্ড শরীর খারাপ। সেই কথা শুনে ঐ গৃহবধূ তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার বাবাকে ঘোড়ালিয়ার বাড়িতে দেখতে যায়। ঠিক তখনই আচমকা আটকে রাখে ওই যুবতীকে। শুধু তাই নয় ওই যুবতী স্বামী এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ওই যুবতী কে মারধর করে তার বাবার বাড়ির লোকজন। এরপরেও একাধিক প্রচেষ্টার পর নিজের স্ত্রীকে ফেরত না পেয়ে অবশেষে শান্তিপুর থানা দ্বারস্থ হয় ওই যুবক। তাদের দাবি ওই যুবতী স্বামীর কাছে আসতে চাইলেও এক প্রকার বল প্রয়োগ করে আটকে রেখেছে তার পরিবার। অবিলম্বে যাতে তার স্ত্রীকে ফেরত তিনি পেতে পারেন তার আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে।