Durga Puja 2023: দুর্গা পুজোয় অশনি সংকেত!

Durga Puja 2023: দুর্গা পুজোয় অশনি সংকেত!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 5:23 PM

দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সাধারণত দুর্গার আগমন ও প্রস্থান একই বাহনে হয় না। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থান একই বাহনে হলে, অশুভ হয়। এবারে সপ্তমী পড়েছে ২১ অক্টোবর,শনিবার।

দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সাধারণত দুর্গার আগমন ও প্রস্থান একই বাহনে হয় না। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থান একই বাহনে হলে, অশুভ হয়। এবারে সপ্তমী পড়েছে ২১ অক্টোবর,শনিবার। শনিবার দেবীর বাহন ঘোড়া। বিজয়া দশমী পড়েছে ২৪ অক্টোবর,মঙ্গলবার। মঙ্গলবার দুর্গা কৈলাশে ফিরবেন ঘোড়ার পিঠে করে।

এই বছর দুর্গার যাওয়া ও আসা, ঘোড়ায় হবে। তাই আগামী ১ বছর অশুভ শক্তির প্রভাবের আশঙ্কা। হতে পারে রাজনৈতিক বা সামাজিকস্তরে অস্থিরতা। দুর্গার উৎকৃষ্টতম বাহন হল গজ। দেবী যদি হাতিতে গমন করে, সুখ-শান্তি বিরাজ করে মর্ত্যলোকে। অনাবৃষ্টি বা অতিবৃষ্টির সম্ভাবনা কমে। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। যদি সপ্তমী বা দশমী, বৃহস্পতি বা শুক্রবার হলে,দুর্গার আগমন বা গমন পালকিতে হয় । এর ফলে হতে পারে খরা, ভূমিকম্প বা মহামারী।