AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura News: সেতুর লড়াই করে জয়, তারপর...

Bankura News: সেতুর লড়াই করে জয়, তারপর…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 09, 2023 | 5:05 PM

Share

গ্রামের মানুষের একমাত্র দাবী ছিল গ্রাম সংলগ্ন সেতু নির্মাণ। সেই সেতু তৈরীর ব্যাপারে অতীতে কোনো উদ্যোগ নেয়নি কোনো রাজনৈতিক দল। অগত্যা সব রাজনৈতিক দলকে শিক্ষা দিতে নিজেরাই নির্দল প্রার্থী চয়ন করে বিনা প্রতিদ্বন্দিতায় তাঁকে জিতিয়ে এনেছিলেন গ্রামের মানুষ। কিন্তু ভোট মিটতেই সেই নির্দল প্রার্থী ভিড়লেন শাসক দলে। তৃনমূলের দাবী উন্নয়নের জোয়ারে সামিল হতেই এই যোগদান । বিজেপির কটাক্ষ এলাকার ভোটারদের সাথে প্রতারণা।

গ্রামের মানুষের একমাত্র দাবী ছিল গ্রাম সংলগ্ন সেতু নির্মাণ। সেই সেতু তৈরীর ব্যাপারে অতীতে কোনো উদ্যোগ নেয়নি কোনো রাজনৈতিক দল। অগত্যা সব রাজনৈতিক দলকে শিক্ষা দিতে নিজেরাই নির্দল প্রার্থী চয়ন করে বিনা প্রতিদ্বন্দিতায় তাঁকে জিতিয়ে এনেছিলেন গ্রামের মানুষ। কিন্তু ভোট মিটতেই সেই নির্দল প্রার্থী ভিড়লেন শাসক দলে। তৃনমূলের দাবী উন্নয়নের জোয়ারে সামিল হতেই এই যোগদান । বিজেপির কটাক্ষ এলাকার ভোটারদের সাথে প্রতারণা বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের জামথোল গ্রাম। গ্রামে একশো শতাংশ আদিবাসী মানুষের বসবাস। গ্রামে যাওয়ার একমাত্র রাস্তায় পড়ে একটি ছোট নদী। বহুকাল আগে সেই নদীর উপর কজওয়ে তৈরী হলেও দীর্ঘদিন ধরে তা বেহাল। বারেবারে গ্রামের মানুষ ওই নদীর উপর সেতু নির্মাণের আবেদন নিয়্র প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু হাল বদলায়নি সেতুর। প্রতিবাদে গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেও কোনো লাভ হয়নি। এবার তাই সব রাজনৈতিক দলকে শিক্ষা দিতে গ্রামবাসীরা নিজেরাই আলোচনা করে স্থানীয় শিক্ষক অভিজিৎ মুর্মুকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন করান। নির্দল প্রার্থীকে সমর্থন করে গ্রামের তরফে কেউ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন ওই নির্দল প্রার্থী। কিন্তু ভোট মিটতেই অন্য ছবি। গতকাল বাঁকুড়ার তৃনমূল ভবনে নির্দল হিসাবে জয়ী সেই প্রার্থী যোগ দিলেন তৃনমূলে। যোগদানের কারণ হিসাবে অভিজিৎ এর যুক্তি আগামী পাঁচ বছর এলাকার উন্নয়নের ক্ষমতা থাকবে শাসক দলের হাতেই। তাই শাসক দলের সাথে থাকলেই তাঁদের দাবী পূরণ হবে এটা বুঝতে পেরেই গ্রামের মানুষের মতামত নিয়ে তিনি শাসক দলে যোগ দিচ্ছেন। একই যুক্তি সাজিয়েছেন শাসক দলের নেতৃত্বও। যদিও বিরোধীদের দাবী গ্রামের মানুষের শাসক বিরোধী আন্দোলনের মুখ হিসাবেই অভিজিৎ মুর্মুকে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী করেছিলেন গ্রামের মানুষ। আজ তিনি শাসক দলে যোগ দেওয়ায় তা গ্রামের মানুষের সাথে প্রতারণারই সামিল।