Water Metro News: দেশের প্রথম জলের ওপর মেট্রো
তিরুবনন্তপুরমে ২৫ এপ্রিল ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্যাটারি চালিত হাইব্রিড নৌকায় কোচির ১০টি দ্বীপকে যুক্ত করা হল এই মেট্রোয় । পরিবেশ-বান্ধব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোগুলি বিশেষ ভাবে সক্ষম মানুষদের সুবিধা যুক্ত । এই মেট্রোর রুটে ৩৮টি টার্মিনাল আছে । ৭৮টি বৈদ্যুতিক বোট কাজ করছে এই প্রকল্পে । হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল ও ভিট্টিলা-কক্কনড টার্মিনালের মধ্যে এটি চালু হয়েছে
ভগবানের আপন দেশ কেরল। কেরলের বন্দর শহর কোচিতে ১,১৩৬.৮৩ কোটি টাকায় তৈরি হল দেশের প্রথম জলের ওপর মেট্রো । তিরুবনন্তপুরমে ২৫ এপ্রিল ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্যাটারি চালিত হাইব্রিড নৌকায় কোচির ১০টি দ্বীপকে যুক্ত করা হল এই মেট্রোয় । পরিবেশ-বান্ধব, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোগুলি বিশেষ ভাবে সক্ষম মানুষদের সুবিধা যুক্ত । এই মেট্রোর রুটে ৩৮টি টার্মিনাল আছে । ৭৮টি বৈদ্যুতিক বোট কাজ করছে এই প্রকল্পে । হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল ও ভিট্টিলা-কক্কনড টার্মিনালের মধ্যে এটি চালু হয়েছে । কক্কনড থেকে ভিট্টিলা যেতে সময় লাগছে ২৫ মিনিট । হাইকোর্ট থেকে ভাইপিনের দূরত্ব ২০ মিনিটে অতিক্রম করছে জল মেট্রো । সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই জলযান । কোচি মেট্রো রেল আর ওয়াটার মেট্রো চড়া যাবে এক কার্ডে । অনলাইনেও বুক করা যাবে টিকিট । যাত্রীদের ব্যবহার করতে হবে কোচি-১ কার্ড। এক সপ্তাহের খরচ ১৮০ টাকা। মাসে লাগবে ৬০০ টাকা । ৯০ দিনের পাশ ১৫০০ টাকা । সাপ্তাহিক পাশে ১২টি রাইড । মাসিক পাসে ৫০টি রাইড।
আর ত্রৈমাসিক পাসে পাওয়া যাবে ১৫০টি জল মেট্রোর রাইড।
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!

