Indian Railways News: ২০ টাকায় খাবার দিচ্ছে রেল
অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করছে ভারতীয় রেল। রাজমা-ভাত, লুচি আলুর দম, মশলা দোসা, ছোলে ভাটুরে ও পাও ভাজি পাওয়া যাবে। পাওয়া যাবে খিচুড়ি ও কুলচা। টাইপ ওয়ান এবং টাইপ টু মিল। টাইপ ওয়ানের দাম ২০ টাকা। টাইপ টু মিলের দাম ৫০ টাকা।
অসংরক্ষিত কামরার যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করছে ভারতীয় রেল। রাজমা-ভাত, লুচি আলুর দম, মশলা দোসা, ছোলে ভাটুরে ও পাও ভাজি পাওয়া যাবে। পাওয়া যাবে খিচুড়ি ও কুলচা। টাইপ ওয়ান এবং টাইপ টু মিল। টাইপ ওয়ানের দাম ২০ টাকা। টাইপ টু মিলের দাম ৫০ টাকা। স্টেশনে ট্রেন এলে জেনারেল কোচের সামনে অস্থায়ী কাউন্টার বসবে। এতে কোচের সামনেই খাবার পাবেন যাত্রীরা। দূরপাল্লার ট্রেনের সামনে ও পিছনে থাকে ২টি জেনারেল কামরা। সেই ২টি কামরার সামনে বসবে এই খাবারের দোকান। খাবার ছাড়াও পাওয়া যাবে জল। প্যাকেজড জলের দাম ৩ টাকা। প্রাথমিকভাবে ৫১টি স্টেশনে শুরু হবে এই পরিষেবা। আগামী দিনে আরও ১৩টি স্টেশনে চালু হবে এই ব্যবস্থা। জন আহার বা রিফ্রেশমেন্ট রুম এই খাবার সরবরাহ করবে। একটি বিজ্ঞপ্তিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য।