চিন: ফের উস্কানি চিনের। কমিউনিস্ট পার্টির সম্মেলনে দেখানো হল গালওয়ান সংঘর্ষের ভিডিয়ো। সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যে এই পদক্ষেপে দিল্লি ও বেজিংয়ের তিক্ততা আরও বাড়ল বলেই মনে করছে কূটনৈতিক মহল। যদিও জিনপিংয়ের এই পদক্ষেপে শক্তি প্রদর্শনের কৌশল দেখছেন বিশেষজ্ঞরা।
দু বছর আগে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। এই ঘটনার পর দুই দেশের তিক্ততা আরও বাড়ে। গালওয়ানের ভিডিয়ো দেখিয়ে ভারতের উপর চাপ সৃষ্টির সঙ্গে তাইওয়ান নিয়ে আমেরিকাকে নিশানা করেছেন চিনা প্রেসিডেন্ট। ঘুরিয়ে তাইওয়ানে বলপ্রয়োগের হুঁশিয়ারিও শোনা গিয়েছে জিনপিংয়ের গলায়। এই ঘটনা প্রসঙ্গে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি ভারতের তরফে।