Asian Games 2023: ফের সোনা,কারিগর বাংলার তিতাস!

তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। চীনে ১৯ তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসাবে গিয়েছিল।স্মৃতি মান্দানা,শেফালি ভর্মা,জেমাইমা রডরিগেজ,হরমনপ্রীত কৌরদের মত সিনিয়ার ভারতীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু।

Asian Games 2023: ফের সোনা,কারিগর বাংলার তিতাস!
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 8:04 PM

তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। চীনে ১৯ তম এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল ফেভারিট হিসাবে গিয়েছিল।স্মৃতি মান্দানা,শেফালি ভর্মা,জেমাইমা রডরিগেজ,হরমনপ্রীত কৌরদের মত সিনিয়ার ভারতীয় দলের সদস্যদের সঙ্গে ছিলেন বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু। অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিতাস।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে তিতাসের বোলিং ফিগার ছিল ৪-৬-২ চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট।
আর এশিয়ান গেমসের ফাইনালে ৪-১-৬-৩ তিতাস চার ওভার বল করে এক ওভার মেডেন, ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।তার এই পারফরমেন্সে শ্রীলঙ্কার সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।

ভারত এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জেতে। ভারতের সোনা জয় ও তিতাসের বোলিং পারফরমেন্সে খুশি তার কোচ,পরিবারের সদস্যরা। এই জয় যেমন ভারতকে সোনা এনে দিল তেমনি তিতাসের সিনিয়ার দলে সুযোগ পাকা হওয়া এখন সময়ের অপেক্ষা।তিতাস বড় ম্যাচের খেলোয়ার সেটা আবার প্রমান হল।১১৭ রানের টার্গেট নিয়ে শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল প্রথম ওভারে ১২ রান করে তাতে চাপ বাড়ে।তবে তিতাস প্রথম ওভারে দুই উইকেট নেই,এবং পরে শ্রীলঙ্কার ক্যাপ্টেনকে ফিরিয়ে দিয়ে সেই চাপ কাটিয়ে দেয় তিতাস।বড় ম্যাচ হলেও নিজেকে শান্ত রেখে সঠিক লাইন লেন্থে বল করে যায় তিতাস।আর তাতেই ভেঙে পরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। তিতাসের কোচ দেবদুলাল রায়চৌধুরী বলেন,আমরা আশা করেছিলাম তিতাস ভালো খেলবে।ফাইনাল খেলায় ছন্দে ছিল এটাই বড় কথা।চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে এটাই ওর গুন।।

Follow Us: