Indian Air Force: মহড়া চলাকালীন মধ্য প্রদেশে দুর্ঘটনাগ্রস্ত সুখোই-মিরাজ

Indian Air Force: মহড়া চলাকালীন মধ্য প্রদেশে দুর্ঘটনাগ্রস্ত সুখোই-মিরাজ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 28, 2023 | 1:51 PM

Su30Mki-Mirage2000: মহড়া চলাকালীন মধ্য প্রদেশে দুর্ঘটনাগ্রস্ত সুখোই ৩০ ও মিরাজ ২০০০। মহড়ার জন্য উড়েছিল বিমান দু'টি। মহড়া চলাকালীন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।

মধ্য প্রদেশ: মধ্য প্রদেশের মোরেনায় ভেঙে পড়েছে বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান। গোয়ালিয়র এয়ার বেস থেকে উড়ান শুরু করেছিল সুখোই ৩০ ও মিরাজ ২০০০। জানা গিয়েছে, মহড়ার জন্য উড়েছিল বিমান দু’টি। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে এখনও বিমানদুটির ব্ল্যাকবক্স পাওয়া যায়নি, পাওয়া গেলে কীভাবে এই দুর্ঘটনা সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

গত দুদিন ধরে বায়ুসেনার মহড়া চলছে। আর সেই মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। যদিও এখনও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। বায়ুসেনা জানিয়েছে, তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। যদিও কিছুদিন আগেই সুখোই ৩০ বিমানকে আপগ্রেড করা হয়েছিল। এখনও সেই কাজ চলছে। কিন্তু এর পরও এই মহড়া চলাকালীন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে। বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন এই দুর্ঘটনার পর মহড়া বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই মাসের ২৯ থেকে ৩১ বায়ু সেনার মহড়া রয়েছে শিলিগুড়িতেও।

আজ সকাল ৮টা থেকে মহড়া শুরু হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে সেই মহড়া শুরু করা যায়নি। মহড়া শুরু হয় সকাল ১০টায়। সুখোই বিমানটি একবার উড়ে ল্যান্ড করেছিল। ল্যান্ড করার পর সেটা ১১টার দিকে আবার আকাশে ওড়ে। অন্যদিকে পৌনে ১১টা নাগাদ উড়েছিল মিরাজ। উল্লেখ্য, গত ২ বছরে ৮টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। এর মধ্যে ৩টি মিরাজ ২০০০, ২টো সুখোই ও বাকিগুলো মিগ।