AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army-র হাতে প্রফেসর শঙ্কুর অ্যানাহিলিন, এবার মুহূর্তে আকাশেই নিশ্চিহ্ন হয়ে যাবে শত্রুপক্ষের ড্রোন!

Indian Army-র হাতে প্রফেসর শঙ্কুর অ্যানাহিলিন, এবার মুহূর্তে আকাশেই নিশ্চিহ্ন হয়ে যাবে শত্রুপক্ষের ড্রোন!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 28, 2025 | 1:07 PM

Share

Indian Army, New Drone Killer Gun: আর এবার সেনাবাহিনীর হাতে এক নতুন অস্ত্র। না অস্ত্র নয়, এয়ার ডিফেন্স সিস্টেম। অনেকটা ওই প্রফেসর শঙ্কুর অ্যানাহিলিন বন্দুকের মতো। আকাশে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যাবে সেই আক্রমণ। সব মিলিয়ে ১৬টি লেজার নির্ভর হাতিয়ার। তৈরি হচ্ছে অ্যান্টি ড্রোন স্কোয়াড, নাম বরুণ।

J8phBi9S

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ভরতে ঢুকে হামলা চালিয়েছিল ভারতের ড্রোন ডিভিশন। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেই আক্রমণ ঠেকাতে পারেনি। কিন্তু তার আগে যখন পাকিস্তান চিনা ড্রোন নিয়ে ভারতে আক্রমণ করতে এসেছিল, তাদের বেশিরভাগকেই মাঝ আকাশে ঠেকিয়ে দিয়েছিল আমাদের ডিআরডিওর বানানো আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম।

আর এবার সেনাবাহিনীর হাতে এক নতুন অস্ত্র। না অস্ত্র নয়, এয়ার ডিফেন্স সিস্টেম। অনেকটা ওই প্রফেসর শঙ্কুর অ্যানাহিলিন বন্দুকের মতো। আকাশে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যাবে সেই আক্রমণ। সব মিলিয়ে ১৬টি লেজার নির্ভর হাতিয়ার। তৈরি হচ্ছে অ্যান্টি ড্রোন স্কোয়াড, নাম বরুণ।

Published on: Nov 28, 2025 01:06 PM