Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahindra Scorpio Classic: এই এসইউভি কিনছে ভারতীয় সেনারা!

Mahindra Scorpio Classic: এই এসইউভি কিনছে ভারতীয় সেনারা!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 29, 2023 | 1:52 PM

সেনার জন্য এই গাড়িতে ৪টি চাকাতে হুইল ড্রাইভ বৈশিষ্ট্য থাকবে। এর ফলে পাহাড় বা জঙ্গলে চালানো অনেক সহজ হবে। পুরনো স্করপিওয়ের থেকে নতুন এই গাড়ির ইঞ্জিন ৫৫ কেজি হালকা করা হয়েছে। এই গাড়িতে আছে ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ হর্স পাওয়ার ১৩০

ভারতীয় সেনারা কিনছে মহিন্দ্রা স্করপিও ক্লাসিক। এই গাড়িতে পাবেন দুর্দান্ত পারফরম্যান্স। জানা গিয়েছে, প্রায় ১,৮৫০টি গাড়ি কিনেবে ভারতীয় সেনা। এছাড়াও বেশ কিছু স্করপিও ক্লাসিক কেনার জন্য ভারতীয় সেনারা আগ্রহী। সেনার জন্য এই গাড়িতে ৪টি চাকাতে হুইল ড্রাইভ বৈশিষ্ট্য থাকবে। এর ফলে পাহাড় বা জঙ্গলে চালানো অনেক সহজ হবে। পুরনো স্করপিওয়ের থেকে নতুন এই গাড়ির ইঞ্জিন ৫৫ কেজি হালকা করা হয়েছে। এই গাড়িতে আছে ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ হর্স পাওয়ার ১৩০। এই গাড়িটি টর্ক তৈরি করতে পারে ৩০০ এনএম। স্করপিও ক্লাসিকে আছে ৬ স্পিড গিয়ারবক্স। এই গাড়িতে আছে ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন,অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম,সেন্ট্রাল লকিং, ক্র্যাশ সেন্সর। ডুয়াল এয়ারব্যাগ, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে স্করপিও ক্লাসিকে। এই গাড়ির এক্স-শোরুম দাম ১৩ লাখ টাকা থেকে শুরু।