Mohammed Shami: ক্রিকেটার শামিকেও শুনানির জন্য ডাক

|

Jan 05, 2026 | 5:47 PM

Mohammed Shami SIR Hearing: শুনানিতে ডাক পেলেন ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মহম্মদ শামি। উত্তর প্রদেশের আমরোহা জেলায় জন্ম হলেও এই ক্রিকেটার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। সূত্রের খবর, তাঁর এনুমারেশন ফর্ম সংক্রান্ত কোনও একটি জটিলতার কারণেই কমিশনের প্রতিনিধিরা তাঁকে তলব করেছে।

কলকাতা: এবার বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে শুনানিতে ডাক পেলেন ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মহম্মদ শামি। উত্তর প্রদেশের আমরোহা জেলায় জন্ম হলেও এই ক্রিকেটার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। সূত্রের খবর, তাঁর এনুমারেশন ফর্ম সংক্রান্ত কোনও একটি জটিলতার কারণেই কমিশনের প্রতিনিধিরা তাঁকে তলব করেছে।

এদিন শামির তলবের খবর নিশ্চিত করেছেন কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। তবে একা শামি নন, ডাক পেয়েছেন অন্য তারকারাও। এদিন কাটজুনগর স্বর্ণময়ী বিদ্য়ালয়ে এসআইআর শুনানির জন্য উপস্থিত হয়েছিলেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্য়ায় এবং অভিনেত্রী লাবনী সরকার।