Shreya Ghoshal Crying Video: হৃদয়বিদারক কান্না শ্রেয়া ঘোষালের, কিন্তু কেন?

Shreya Ghoshal Crying Video: হৃদয়বিদারক কান্না শ্রেয়া ঘোষালের, কিন্তু কেন?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 12, 2023 | 10:34 PM

Shreya Ghoshal: হাউহাউ করে কাঁদছেন শ্রেয়া ঘোষাল–মেকআপ ধুয়ে যাচ্ছে তাঁর। সে দিকে, বিন্দুমাত্র হুঁশ নেই গায়িকার। নিজেকে সামলানোর চেষ্টা করছেন। কিন্তু না, পারছেন না। এক রিয়্যালিটি শো'-এর মঞ্চে দৃষ্টিহীন এক প্রতিযোগীর মনমাতানো গান শুনে এমনই অবস্থা হল গায়িকার। শ্রেয়ার মনের তারিফ করে ভক্তরাও অভিভূত। সঙ্গীতের বিমূর্ততা বোধহয় একেই বলে।

 

কেন ছেলেকে ভয় পান আমির?
আর পাঁচজন তারকা সন্তানের মতো নন আমির খানের পুত্র জুনেঈদ খান। বাবার পরিচয়ে জীবন কাটাতে চান না তিনি। ছোট থেকেই তিনি এরকম। বাবার দেওয়া গাড়িও ব্যবহার করতেন না। কাজের ব্যাপারে অত্য়ন্ত খুঁতখুঁতেও। এ দিক-ও দিক হলে বাবাকে বকুনি দেন তিনি। তাই নিজের ছেলেকে ভয় পান আমির।

করণের শোয়ে চমক
শুরু হতে চলেছে পরিচালক তথা প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণ সিজ়ন ৮’। ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে শোয়ের একাধিক প্রোমো। এবার শোনা যাচ্ছে, নয়া সিজ়নে অতিথির তালিকায় থাকতে চলেছেন কার্তিক আরিয়ান। দীর্ঘদিনের বিবাদের কি তবে এবার পাকাপাশি অবসান? খবর কানে আসতেই খুশির মেজাজ নেটপাড়ায়।

জল্পনায় ইতি টানলেন অর্জুন
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ বুঁদ এখন গোটা বিশ্ব। আর সেই তালিকায় যদি পড়ে যায় ভারত পাকিস্তান ম্যাচ, তবে তো কথাই নেই। ১৪ অক্টোবর এমনই এক দিন। ফলে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। না, কেবল ম্যাচ নিয়ে নয়, এই ম্যাচেই ‘টাইগার থ্রি’ ছবির প্রচারে থাকছেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাতেই সেখানে হাজির অর্জুন কাপুর। করলেন লাইক। আর তা দেখামাত্রই নেটিজ়েনদের প্রশ্ন, ‘সলমন-অর্জুন বিবাদ কি তবে ইতির পথে?’

হাউহাউ করে কান্না শ্রেয়ার
হাউহাউ করে কাঁদছেন শ্রেয়া ঘোষাল–মেকআপ ধুয়ে যাচ্ছে তাঁর। সে দিকে, বিন্দুমাত্র হুঁশ নেই গায়িকার। নিজেকে সামলানোর চেষ্টা করছেন। কিন্তু না, পারছেন না। এক রিয়্যালিটি শো’-এর মঞ্চে দৃষ্টিহীন এক প্রতিযোগীর মনমাতানো গান শুনে এমনই অবস্থা হল গায়িকার। শ্রেয়ার মনের তারিফ করে ভক্তরাও অভিভূত। সঙ্গীতের বিমূর্ততা বোধহয় একেই বলে।

অস্কারের ঠাঁই ‘দ্য় ভ্যাক্সিন ওয়ার’-এর
অস্কারের লাইব্রেরিতে ঠাঁই পেতে পারে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর চিত্রনাট্য। সুখবর জানিয়েছেন ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। ই-মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন বিবেক। যদিও ‘দ্য় কাশ্মীর ফাইলস’-এর বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য় ভ্যাক্সিন ওয়ার’ বক্স অফিসে সফল হতে পারেনি।

ট্রোলের শিকার শেহনাজ়
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী শেহনাজ় গিল। সারা শরীর কাপড়ে ঢেকেই হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন তিনি। এই ভিডিয়ো দেখামাত্রই নেটপাড়া ট্রোলের ঝড়। কেউ লিখলেন, ‘এখানেও PR’। আবার কেউ লিখলেন, ‘এত ঢাকার কী আছে? কে দেখতে আসছে?’ কেউ আবার বললেন, ‘একটা ফ্লপ ছবি করেই নিজেকে বড় স্টার মনে করছেন।’

প্যারিসে ট্রোল্ড হলেন সাবা
প্যারিস ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী-গায়ক এবং হৃত্বিক রোশনের প্রেমিকা সাবা আজ়াদ। কেবল হাঁটেননি, নেচেছেন। গেয়েওছেন। এই কারণেই নিন্দুকেরা ট্রোল করেছেন তাঁকে। বলেছেন, “ব়্য়াম্পে এমনটা হয় না।” যদিও ফুরফুরে মেজাজের সাবা-কে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

শ্রাবন্তীর প্রস্তুতি
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে ‘পুরুষ সঙ্গী’র সংখ্যা কত, প্রেমিক কে… তাতেই মশগুল হয়ে থাকতে দেখা যায় নেটিজ়েনদের একটা বড় অংশকে। তবে এবার নায়িকা শ্রাবন্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ অবলম্বনে যে সিনেমা তৈরি হচ্ছে, তার নাম ভূমিকায় শ্রাবন্তী। ছবির জন্য রাতজেগে শিখছেন অসিচালনা। তাঁর কথায়, “একটা স্বপ্ন দেখতে শুরু করেছি যে কবে দেবী চৌধুরানী রূপে আসব।”

সিরিয়ালে বিশ্বকাপের থাবা!
চলছে ক্রিকেট বিশ্বকাপ। ড্রয়িংরুমে এখন রিমোট নিয়ে বেজায় কাড়াকাড়ি। এমনই এক পরিস্থিতিতে বাংলা ধারাবাহিকের নম্বর কোথায় গিয়ে দাঁড়াল এই সপ্তাহে? কে হল প্রথম, কে দ্বিতীয়, কেই বা তৃতীয়? গত সপ্তাহের থেকে নম্বর অনেকটা কমলেও এই সপ্তাহেও প্রথম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আর যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘ফুলকি’। তৃতীয় স্থানে রয়েছে ‘নিমফুলের মধু’।