Indian Railway:আরএসি টিকিট নিয়ে বড় ঘোষণা রেলের

rahul Sadhukhan |

Dec 27, 2023 | 4:50 PM

আরএসি টিকিট থাকলে শুধু ট্রেনে যাতায়াত করা নয়, এবার আরও সুবিধা পাবেন যাত্রীরা। কী সেই সুবিধা?

দূর পাল্লার ট্রেনে এখন বুকিংয়ের যা অবস্থা, তাতে ট্রেনের টিকিট ৩ মাস আগে না কাটলে ঢের বিপদ। যদি বাকি থাকে দু মাস তবে কনফার্ম টিকিটের কনফার্মেশন দেওয়া খুব কঠিন। ওয়েটিং লিস্টে তখন উঠবে আপনার নাম। গালে হাত দিয়ে বসে থাকতে হবে, যদি আরএসিতে উন্নীত হয় আপনার টিকিট! আরএসিতে টিকিট পেলেও রেলযাত্রীদের সমস্যা হত এতদিন। একই সিটে দুজন বসে যেতে পারতেন আরএসি টিকিটের যাত্রীরা। তবে মিলত না চাদর, তোয়ালে। যা নিয়ে চলন্ত অনেকবারই ঝামেলায় জড়িয়েছেন বহু যাত্রী। শিক্ষশ্রা নিয়ে এবার আরএসি টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের।

সম্প্রতি, রেলওয়ে বোর্ড থেকে সমস্ত জোনাল রেলওয়ে এবং আইআরসিটিসি-র আধিকারিকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে যে, এখন আরএসি যাত্রীদেরও আলাদা বেড রোল দেওয়া হবে। চিঠিতে আরও বলা হয়েছে, চেয়ার কার ছাড়া যে কোনও এসি ক্লাসে আরএসি যাত্রীদের কম্বল, বিছানার চাদর এবং তোয়ালে, বালিশ সহ একটি সম্পূর্ণ বেড রোল কিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেলওয়ে বোর্ডের এক সিনিয়ার আধিকারিক বলেছেন….

 

সাধারণত, বগির পাশে নীচের বার্থে RAC বার্থ দেওয়া আছে। সেখানে একই বার্থে দুই যাত্রী বসে যাতায়াত করতে পারে। তাই কনফার্ম টিকিট না পেলেও অন্তত বসে গন্তব্যে পৌঁছনোর আশায় যাত্রীরা আরএসি সিটে বসেই যাতায়াত করেন।