5

Indian Railway Discount: রোগীদের ট্রেনে ভাড়া লাগে না

অসুস্থরা ট্রেনে সফর করলে টিকিটের উপর বড়সড় ছাড়। ক্যানসার রোগীদের টিকেটে তো ছাড় আছেই। তাঁদের সঙ্গীরাও টিকিটে ছাড় পাবেন। এসি থ্রি টায়ার ও স্লিপারে সফর করলে কোনও ভাড়া লাগবে না ১০০% ছাড়।

Indian Railway Discount: রোগীদের ট্রেনে ভাড়া লাগে না
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 5:47 PM

অসুস্থরা ট্রেনে সফর করলে টিকিটের উপর বড়সড় ছাড়। ক্যানসার রোগীদের টিকেটে তো ছাড় আছেই। তাঁদের সঙ্গীরাও টিকিটে ছাড় পাবেন। এসি থ্রি টায়ার ও স্লিপারে সফর করলে কোনও ভাড়া লাগবে না ১০০% ছাড়। এসি টু টায়ার ও ফার্স্ট এসির টিকিটে ৫০% ছাড়। ৭৫% ছাড় ফার্স্ট এসি চেয়ার কার, ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস চেয়ার কারে। রোগীর সঙ্গীদের স্লিপার ও থ্রি এসিতে ছাড় ৭৫%। হার্ট সার্জারির রোগীরাও ট্রেনের সফরে টিকিটে ছাড় পান। ছাড় পান তাঁদের সঙ্গীরাও। অন্য অস্ত্রপচার ও ডায়ালিসিসে থ্রি এসি, এসি টু টায়ার, ফার্স্ট এসি, সেকেন্ড ক্লাস ও এসি চেয়ার কারে ৭৫% ছাড় পাবেন। রোগীর সঙ্গী ফার্স্ট এসি ও এসি টু টায়ারে ৭৫% ছাড় পাবেন। যক্ষ্মা রোগীরা ও তাঁদের সঙ্গী টিকিটে ছাড় পাবেন। সেকেন্ড ক্লাস, স্লিপার ও এসির ভাড়ায় ৭৫% ছাড়। অ্যানিমিয়া রোগীরা এসি চেয়ার কার, এসি থ্রি টায়ার ও টু টায়ারে ৫০% ছাড়। অসংক্রামক কুষ্ঠ রোগীদের ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে ৭৫% ছাড়। হিমোফিলিয়া রোগীদের চেকআপ ও চিকিৎসার জন্য ৭৫% ছাড়। ছাড় পাবেন রোগীর সঙ্গীরাও। ১ম ও ২য় ক্লাস স্লিপারে এসি চেয়ার কার ও এসি থ্রি টায়ারে ৭৫% ছাড়। চিকিৎসা ও চেকআপের জন্য থ্যালাসেমিয়া রগই ও তাঁর সঙ্গীর ছাড় আছে। এইডস রোগীরা ২য় শ্রেণিতে ৫০% ছাড় পান। তবে সব ক্ষেত্রেই ৩০০ কিলোমিটারের বেশি সফরে এই ছাড় প্রযোজ্য। কাউন্টার থেকে টিকিট কাটার সময়ে হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটের কপি দেখালে এই ছাড় মেলে। অনলাইন টিকিটে এই ছাড় নেই।

Follow Us: