Indian Railways: এখন অনেক বেশি শিশু বান্ধব ভারতীয় রেলওয়ে, ট্রেনই  হবে লেবার রুম!

Indian Railways: এখন অনেক বেশি শিশু বান্ধব ভারতীয় রেলওয়ে, ট্রেনই হবে লেবার রুম!

আসাদ মল্লিক

|

Updated on: May 14, 2023 | 6:06 PM

Indian Rail: এখন অনেক বেশি শিশু বান্ধব ভারতীয় রেলওয়ে। অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল । যাত্রী পরিষেবা উন্নত করতে এই উদ্যোগ। এবার থেকে ট্রেনেই প্রসব করানো সম্ভব হবে।

এখন অনেক বেশি শিশু বান্ধব ভারতীয় রেলওয়ে। অন্তঃসত্ত্বাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল । যাত্রী পরিষেবা উন্নত করতে এই উদ্যোগ। এবার থেকে ট্রেনেই প্রসব করানো সম্ভব হবে। এবিষয়ে ২০২২ এ হয়েছে একটি ট্রায়ালও । নতুন ডিজাইন আগের থেকে অনেক বেশি নিরাপদ ও স্বচ্ছন্দদায়ক । সন্তান প্রসবের দ্বিতীয় ট্রায়াল হবে খুব শীঘ্র । এই ট্রায়াল সফল হলে সমস্ত ট্রেনেই এই সুবিধা পাওয়া যাবে । ট্রেনে মা ও শিশুর জন্য পর্যাপ্ত জায়গা থাকে না । এই বিষয়েও নজর দিচ্ছে রেল । শিশু নিয়ে যাত্রা করেন যেসব বাবা মা তাঁদের জন্য খোলা হচ্ছে হেল্পলাইন । অন্য যাত্রীদের পালনীয় নিয়ম কানুনেও আসছে বড়সড় পরিবর্তন । শিশু বান্ধব বার্থের ব্যবস্থা করা হচ্ছে । যাতে শিশুরা বার্থ থেকে পড়ে আঘাত নয়া পায় তার জন্য বার্থ ওপর থেকে ঢাকা হচ্ছে । এতে শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে সুবিধা হবে মায়ের ।