Brahmaputra River: কুতুব মিনারও ডুববে এই নদীতে

Brahmaputra River: কুতুব মিনারও ডুববে এই নদীতে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 26, 2023 | 3:21 PM

ভারতের গভীরতম নদী ব্রহ্মপুত্রর দৈর্ঘ্য ২৯০০ কিমি। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে মিশেছে এই নদ। এই জলধারার নাম তিব্বতে সাংপো, অরুণাচলে ডিহং আর অসম ও বাংলাদেশে ব্রহ্মপুত্র।

ভারতের গভীরতম নদী ব্রহ্মপুত্রর দৈর্ঘ্য ২৯০০ কিমি। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে মিশেছে এই নদ। এই জলধারার নাম তিব্বতে সাংপো, অরুণাচলে ডিহং আর অসম ও বাংলাদেশে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের গভীরতম স্থান অসমের তিনসুকিয়ায়। ওই নদীগর্ভ এতটাই গভীর তাতে হারিয়ে যেতে পারে কুতুব মিনার। ব্রহ্মপুত্রের এই অংশের নদীগর্ভের গভীরতম স্থান ৩৮০ ফুট বা ১১৫ মিটার গভীর। এই অঞ্চলের গড় গভীরতা ১২৪ ফুট। কুতুব মিনারের উচ্চতা ৭২ মিটার। সমতলে নামার পরে এই নদী কোথাও কোথাও ১০ কিমি চওড়া। অসমের ডিব্রুগড় ও লখিমপুরের মাঝে এই নদী ২টি শাখায় বিভক্ত হয়েছে। তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, মাজুলি। বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদ মিশেছে পদ্মার সঙ্গে।