Luxurious Hotel: এখানে আপনিও ভিআইপি

Luxurious Hotel: এখানে আপনিও ভিআইপি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 26, 2023 | 2:54 PM

ভারতের ৫টি হোটেলের বিলাস বৈভব আপনাকে ভাবতে বাধ্য করবে আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। মুম্বইয়ের তাজ হোটেল ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল। তাজ তৈরি হয় ১৯০৩এ। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এই হোটেল।

ভারতের ৫টি হোটেলের বিলাস বৈভব আপনাকে ভাবতে বাধ্য করবে আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। মুম্বইয়ের তাজ হোটেল ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল। তাজ তৈরি হয় ১৯০৩এ। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এই হোটেল। ওরিয়েন্টাল,ফ্লোরেনটাইন ও মুরিশ শৈলীতে তৈরি এই হোটেল। ২৮৫টি ঘর ও স্যুইট আছে এই বিলাসবহুল হোটেলে। ২০০৮ এ মুম্বই হামলায় ক্ষতিগ্রস্ত হয় তাজ। পিঙ্ক সিটি জয়পুরের মহারাজার বাড়ি এখন হোটেল। রামবাগ প্রাসাদ হোটেলের নিশিযাপনের ভাড়া ২৪ হাজার থেকে ৪ লক্ষ। রাজকীয় আতিথেয়তা দুর্দান্ত স্থাপত্য, সমৃদ্ধ ইতিহাস আর নিসর্গ পর্যটকদের টানে। জোধপুরের উমেদ ভবন প্রাসাদের একদিনের ভাড়া ২১ হাজার থেকে ৪ লক্ষ টাকা। মহারাজা উমেদ সিং ১৯২৮ থেকে ১৯৪৩ এ তৈরি করেন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম প্রাসাদ। এখনও এখানে রাজপরিবারের সদস্যরা থাকেন। পিচোলা হ্রদের তীরে উদয়পুরের উদয়বিলাস রিসোর্ট। ৩০ একর এলাকায় বিস্ময়কর স্থাপত্য। ভারতের নয়নাভিরাম হোটেল গুলির মধ্যে এটি অন্যতম। রাজস্থলী সংস্কৃতির ছাপ এই হোটেলের ছত্রে ছত্রে। রাজস্থানের উদয়পুর তাজ প্যালেসের ১ রাতের ভাড়া ১৭ হাজার টাকা। এই হোটেলও পিচোলা হ্রদে। পিচোলা লেকের মাঝে ভাসমান এই প্রাসাদ। সাদা মার্বেলে তৈরি এই প্রাসাদ পর্যটকদের আকর্ষণ করে।