World Largest Cave: ৩০ তলা হারাবে বিশাল গুহায়
মাটির গভীরে যেন এক আদিম জগৎ। রহস্যময়, বিপজ্জনক, দুর্গম - ৪৫ কোটি বছরের প্রাচীন এই গুহাগুলি। দুনিয়ার বৃহত্তম এই গুহার ভিতরে সেঁধিয়ে যেতে পারে ৩০ তলা বাড়ি!
মাটির গভীরে যেন এক আদিম জগৎ। রহস্যময়, বিপজ্জনক, দুর্গম – ৪৫ কোটি বছরের প্রাচীন এই গুহাগুলি। দুনিয়ার বৃহত্তম এই গুহার ভিতরে সেঁধিয়ে যেতে পারে ৩০ তলা বাড়ি! ভিয়েতনামের কুয়াং বিন অঞ্চলে এই গুহা। বৃহত্তম গুহার নাম সোন ডুং। ভূপৃষ্ঠ থেকে ১০৪ কিমি নীচে এই গুহা। গুহাটির উচ্চতা ২০০ ফুট ভিতরে জাওয়া যায় ৫ কিলোমিটার। ১৯৯১ কিছু কাঠুরিয়া এই গুহা খুঁজে পান। ২০০৯ এ বিজ্ঞানীরা যান এই গুহায়। পর্যটকদের জন্য গুহাটি ২০১৩ এ উন্মুক্ত হয়। দুর্গম গুহাটি যেতে হয় সারারাত ট্রেক করে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত গুহাটির ৪০% স্থানে যেতে পেরেছেন। বিরল প্রাণী, বিরল ভেষজ উদ্ভিদ আর বেশ কয়েকটি নদীর আবাস সোন ডুং গুহা। গুহার ভিতরে অসংখ্য বাদুড়। ৪৫ কোটি বছরের প্রাচীন এই গুহায় যাবার খরচ অনেক। এই গুহায় যাবার অনুমতি সব পর্যটক পান না।
Latest Videos