Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rolls Royce: রোলস রয়েস কেনার আশ্চর্য মাপকাঠি

Rolls Royce: রোলস রয়েস কেনার আশ্চর্য মাপকাঠি

Tapasi Dutta

|

Updated on: Aug 26, 2023 | 3:20 PM

রোলস রয়েস কেনার আশ্চর্য মাপকাঠি। অদ্ভুত এক অঙ্কে রোলস রয়েস কেনেন ইনি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রুবেন সিং। ১৫টি রোলস রয়েস কিনেছেন রুবেন সিং। সোশাল মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখের অপমানের জবাব দেবার স্টাইল প্রশংসা কুড়িয়েছে।

রোলস রয়েস কেনার আশ্চর্য মাপকাঠি। অদ্ভুত এক অঙ্কে রোলস রয়েস কেনেন ইনি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রুবেন সিং। ১৫টি রোলস রয়েস কিনেছেন রুবেন সিং। আছে পোর্সে, ল্যাম্বরগিনি, বুগাটি, ফারারির মতো দামি গাড়ি। রুবেন রোলস রয়েস কিনেছেন তাঁর পাগড়ির রঙ মিলিয়ে। এখন ব্রিটেনের ধনকুবেরদের একজন রুবেন। অতীতে পাগড়ি পরার কারনে ইংরেজদের অপমান ও লাঞ্ছনার শিকার হন রুবেন। সেই ব্যবহারের প্রতিবাদ করেন তিনি সারা সপ্তাহ পাগড়ির রঙ মিলিয়ে রোলস রয়েস চালিয়ে। তাঁর সংগ্রহে স্যাফায়ার, রুবি, এমারাল্ড, সাদা, কালো, হলুদ ও লাল রঙের রোলস রয়েস। রুবেনের রোলস রয়েস কুলিনানের দাম সাড়ে ৯ কোটি টাকা। রোলস রয়েস ফ্যান্টম VIII এর দাম ৬.৯৫ কোটি টাকা। সোশাল মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিখের অপমানের জবাব দেবার স্টাইল প্রশংসা কুড়িয়েছে।