Mana Village Story: দেশের শুরুর টি স্টল
ভারত চিন সীমান্তে ১০,৫০০ ফুট উচ্চতায় ভারতের শেষ গ্রাম উত্তরাখণ্ডের মানা গ্রাম। ছবির মতো নৈসর্গিক সৌন্দর্য এই গ্রামের। গ্রামে একটি চায়ের দোকান চালান চন্দর সিং বরওয়াল। পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এই মামুলি চায়ের দোকান। দেশের প্রান্তে শেষ চায়ের দোকান এটি।
ভারত চিন সীমান্তে ১০,৫০০ ফুট উচ্চতায় ভারতের শেষ গ্রাম উত্তরাখণ্ডের মানা গ্রাম। ছবির মতো নৈসর্গিক সৌন্দর্য এই গ্রামের। গ্রামে একটি চায়ের দোকান চালান চন্দর সিং বরওয়াল। পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এই মামুলি চায়ের দোকান। দেশের প্রান্তে শেষ চায়ের দোকান এটি। ৪০ – ৪৫ বছর ধরে চলছে এই দোকান। পর্যটক থাকলে দিনে ১৫০০ থেকে ২০০০ কাপ চা বিক্রি করে চন্দর সিংয়ের আয় হয় ৪০,০০০ টাকা। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এটি দেশের শেষ নয় বরং প্রথম চায়ের দোকান। তারপর থেকে এই দোকান দেশের প্রথম চায়ের দোকান হিসাবেই পরিচিত। প্রতি কাপ চায়ের দাম ২০ টাকা। পিট্টুদের অতিরিক্ত টাকা দিয়ে চা, দুধ, চিনি আনাতে হয় পাহাড়ের নিচ থেকে। তাই লাভ খুব একটা হয় না চন্দর সিং বরওয়ালের।
Latest Videos