Viral Video: পাল থেকে আলাদা হতেই নিরীহ জেব্রার গলায় একের পর এক থাবা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
হঠাৎই একটি জেব্রা পাল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়।সেই সময়ে কয়েক ডজন কুমিরের একটি পাল আসে ।তারা একসঙ্গে জেব্রাদের আক্রমণ করে।প্রথমে কুমিররা তাকে এমনভাবে ঘিরে ফেলে,যাতে জেব্রা পালাতে না পারে।তারপর সবাই মিলে তাকে আক্রমণ করে
কুমির যে জেব্রার মতো প্রাণীকে এভাবে চোখের পলকে মেরে ফেলতে পারে,তা আর ক’জনই বা জানে।সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,অনেকগুলি জেব্রা জলে নেমেছে।কিন্তু তারা কি আর জানতো,এটাই তাদের শেষ জলে নামা হবে।হঠাৎই একটি জেব্রা পাল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়।সেই সময়ে কয়েক ডজন কুমিরের একটি পাল আসে ।তারা একসঙ্গে জেব্রাদের আক্রমণ করে।প্রথমে কুমিররা তাকে এমনভাবে ঘিরে ফেলে,যাতে জেব্রা পালাতে না পারে।তারপর সবাই মিলে তাকে আক্রমণ করে।একের পর এক কামড় বসাতে থাকে তার ঘাড়ে,মাথায়,পিঠে।জেব্রাটিকে হয়তো মৃত্যুর মুখে আত্মসমর্পণ করতে হত না,যদি না তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে যেত।@animals.energy নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।এখনও পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন।কেউ বলেছেন,’আমি ভিডিয়োটি দেখার সঙ্গে সঙ্গেই শিউড়ে উঠলাম’।