Insurance: আগে করান এই বিমা, না থাকলে মুহূর্তেই সব শেষ!
Accident Insurance: আসলে জীবন কখনওই সরল রেখায় আসে না। আর এমন অবস্থায় কোনও অপ্রত্যাশিত ঘটনা মুহূর্তেই তছনছ করে দিতে পারে আপনার জীবন। আর সেখানেই আসে একটা বিরাট প্রশ্নচিহ্ন। কারণ, কোনও দুর্ঘটনা আর অসুস্থতার খরচ কিন্তু এক নয়।
আপনার নিশ্চয় মেডিক্লেম বা ফ্যামিলি হেলথ ইন্সিওরেন্স রয়েছে। কিন্তু শুধুমাত্র এই একটা বা দুটো বিমা থাকলেই কি সব হয়ে যায়? আসলে জীবন কখনওই সরল রেখায় আসে না। আর এমন অবস্থায় কোনও অপ্রত্যাশিত ঘটনা মুহূর্তেই তছনছ করে দিতে পারে আপনার জীবন। আর সেখানেই আসে একটা বিরাট প্রশ্নচিহ্ন। কারণ, কোনও দুর্ঘটনা আর অসুস্থতার খরচ কিন্তু এক নয়। ফলে, সেটা খেয়াল রাখতে হবে আপনাকেও। একটা সামান্য যে কোনও সময় আপনার শেষ সঙচয়টুকুও শেষ করিয়ে দিতে পারে। আর সেই কারণেই প্রয়োজন একটা দুর্ঘটনা বিমার।
Published on: Nov 26, 2025 07:52 PM
Latest Videos

