Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank's Interest Rate: আরবিআই রেপো রেট কমানোর পর কোন কোন ব্যাঙ্কে বাড়ল সুদের হার?

Bank’s Interest Rate: আরবিআই রেপো রেট কমানোর পর কোন কোন ব্যাঙ্কে বাড়ল সুদের হার?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 22, 2025 | 8:40 PM

RBI Repo Rate: রেপো রেট হল সেই সুদের হার, যে হারে বাকি ব্যাঙ্কদের থেকে সুদ নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সমানুপাতিক সম্পর্কে রেপো রেট কমলে কমে সুদের হারও। আর তখনই ব্যাঙ্কগুলো লোনের ক্ষেত্রে সুদের হারও কমিয়ে দেয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার পর আরবিআইয়ের রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে শেষবারের জন্য রেপো রেট কমিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট হল সেই সুদের হার, যে হারে বাকি ব্যাঙ্কদের থেকে সুদ নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সমানুপাতিক সম্পর্কে রেপো রেট কমলে কমে সুদের হারও। আর তখনই ব্যাঙ্কগুলো লোনের ক্ষেত্রে সুদের হারও কমিয়ে দেয়। যদিও রেপো রেট কমার সঙ্গে সঙ্গে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার কমার কোনও যোগ নেই, তবুও ব্যাঙ্কগুলো তাদের লভ্যাংশ একই রাখার জন্য একটু হলেও নাকি কমিয়ে দেয় সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। অ্যাক্সিস ব্যাঙ্ক বলছে, রেপো রেট কমালে সেভিংসে সুদের হারও কমিয়ে দেওয়া হয়, যাতে সঞ্চয়ের প্রতি মানুষের আকর্ষণ কমানো যায় ও খরচের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো যায়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সুদের হার কত, দেখে নিন।