Zoo Art Fest: খাঁচায় বাঘ-সিংহ, বাইরে লোকশিল্প
গ্রামীণ প্রান্তিক মানুষদের লোকশিল্পের সম্ভার আলিপুর চিড়িয়াখানায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন শিল্পীরা। কেউ এনেছেন পটের কাজ কেউ কাঠের কেউ আবার ডোকরা কিংবা কাঁথার। গ্রামীণ জনগোষ্ঠী যারা একটি জঙ্গলকে ঘিরে বাস করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় সংরক্ষণের অ আ ক খ লেগে থাকে।
আর্ট গ্যালারি বলাই ভালো। তাই নয়? গ্রামীণ প্রান্তিক মানুষদের লোকশিল্পের সম্ভার আলিপুর চিড়িয়াখানায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন শিল্পীরা। কেউ এনেছেন পটের কাজ কেউ কাঠের কেউ আবার ডোকরা কিংবা কাঁথার। গ্রামীণ জনগোষ্ঠী যারা একটি জঙ্গলকে ঘিরে বাস করে তাদের প্রতিদিনের জীবনযাত্রায় সংরক্ষণের অ আ ক খ লেগে থাকে। তাদের আলাদা করে বোঝাতে হয় না বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব। তাই তাদের খুঁজে এনে তাদের শিল্প দিয়েই সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে চায় হ্যালো হেরিটেজ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা আগামী দিনে দুটি বাতিল হওয়া ট্রমের কামরায় তৈরি হবে এই ধরনের লোকশিল্পের সুভ্যেনির শপ।
Latest Videos
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

