5

Krubera Cave Of Georgia: বাড়ে কমে ভয়ঙ্কর এই গুহা

জর্জিয়ার ক্রুবেরা গুহা। বিশ্বের গভীরতম না হলেও ভয়ঙ্করতম গুহা এটি। ভূবিজ্ঞানীদের দাবি এই গুহার গভীরতা ৭,২১৫ ফুট। তবে গুহার গভীরতা বাড়ে কমে। অভিযাত্রীর দাবি ১০ মিটার বাড়ে কমে গুহাটির গভীরতা।

Krubera Cave Of Georgia: বাড়ে কমে ভয়ঙ্কর এই গুহা
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 11:50 AM

জর্জিয়ার ক্রুবেরা গুহা। বিশ্বের গভীরতম না হলেও ভয়ঙ্করতম গুহা এটি। ভূবিজ্ঞানীদের দাবি এই গুহার গভীরতা ৭,২১৫ ফুট। তবে গুহার গভীরতা বাড়ে কমে। অভিযাত্রীর দাবি ১০ মিটার বাড়ে কমে গুহাটির গভীরতা। সুড়ঙ্গের ভিতরে আছে অনেক গোলকধাঁধা। জলে পরিপূর্ণ একাধিক ভয়ঙ্কর টানেল। অনেক অভিযাত্রী বলেন এই গুহা ধরে নেমে গেলে যেন পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাওয়া যাবে। ককেশাস পর্বতমালায় অবস্থিত এই গুহা। পদে পদে বিপদ এই গুহার। গুহার ভিতরে ঢুকতে থাকা দরকার ডাইভিং দক্ষতা। নিতে হয় জর্জিয়া সরকারের বিশেষ পারমিশন। ২০১২তে ক্রুবেরা গুহায় নামেন এক অভিযাত্রী। তিনি ৬,৫০০ ফুট অবধি নামেন। ভূবিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন আরও গভীরে যেতে। ড্রোন নামিয়ে এই গুহার রহস্য ভেদ করতে চাইছেন ইউরোপের ভূবিজ্ঞানীরা। উন্নত প্রযুক্তির ব্যবহার করে বিজ্ঞানীরা রহস্য ভেদ করতে চাইছেন এই গুহার।

Follow Us: