Tongue Colour Meaning: ব্যবসায় লাভ! বলে দেবে জিহ্বার রঙ!

Tongue Colour Meaning: ব্যবসায় লাভ! বলে দেবে জিহ্বার রঙ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 01, 2023 | 2:34 PM

জিহ্বার আকার দেখে বোঝা যাবে সেই ব্যক্তির ভবিষ্যত। ডাক্তাররা জিহ্বার দেখে রোগ বুঝতে পারেন। সমুদ্রবিজ্ঞানে জিভের রঙ বেশ কিছু জিনিস নিয়ে বলা আছে। জিভের রঙের উপর নির্ভর করে শুভ বা অশুভ। জিভের রঙ হলুদ হলে অশুভ বলে মনে করা হয়। জিভের হলুদ রঙ খারাপ স্বাস্থ্যের লক্ষণ

অনেক মানুষকেই দেখা যায় কঠোর পরিশ্রমেও সাফল্য পান না। ব্যবসায় উন্নতি হবে কি না জিহ্বার রঙ দেখে বোঝা যাবে। জিহ্বার আকার দেখে বোঝা যাবে সেই ব্যক্তির ভবিষ্যত। ডাক্তাররা জিহ্বার দেখে রোগ বুঝতে পারেন। সমুদ্রবিজ্ঞানে জিভের রঙ বেশ কিছু জিনিস নিয়ে বলা আছে। জিভের রঙের উপর নির্ভর করে শুভ বা অশুভ। জিভের রঙ হলুদ হলে অশুভ বলে মনে করা হয়। জিভের হলুদ রঙ খারাপ স্বাস্থ্যের লক্ষণ। লাল যাঁদের জিভের রঙ হয়, তাঁরা খুব স্বাস্থ্যবান হন। অনেকের জিভের রঙ কালচে হয়। তাঁরা কর্মক্ষেত্রে অনেক অসুবিধা মধ্যে পড়বেন। সেই মানুষেরা এক জায়গায় বেশি দিন কাজ করতে পারেন না। এই ধরনের মানুষেরা চাকরি নিয়ে সবসময় সংশয় থাকে। অনেকের জিভ মোটা হয়। সেই মানুষেরা খুব কঠোর হন। এই ধরনের মানুষেরা ভাল স্বভাবের হয়। কিন্তু বেশিরভাগ মানুষই এই ধরনের মানুষদের ভুল বোঝেন। এই ধরনের মানুষেরা কর্মক্ষেত্রে অনেক সাফল্য পান। জিভে অনেক সময় তিল দেখা যায়। সেই মানুষের সংখ্যা খুব কমই আছে, যাঁদের জিভে তিল আছে। যাঁদের জিভের দাগ থাকে, তাঁরা খুব ভাল কথা বলতে পারেন। রাজনীতির মঞ্চে তাঁদের ভাল বক্তা হিসেবে দেখা যায়।