International Mother Language Day: এই সাহেবই আসল বাঙালি

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 21, 2023 | 9:11 AM

Bengali: লোকে এদেশ ছেড়ে বিলেত যায়। আর ইনি বিলেত ছেড়ে এদেশে এসেছেন । ডঃ ক্রিস্টোফার জার্বার। পরিবার ব্রিটেনেই। মাঝে মাঝে দেশে যান।

লোকে এদেশ ছেড়ে বিলেত যায়। আর ইনি বিলেত ছেড়ে এদেশে এসেছেন । ডঃ ক্রিস্টোফার জার্বার। পরিবার ব্রিটেনেই। মাঝে মাঝে দেশে যান। ফেলুদার বই ফেভারিট। রবি ঠাকুরের গান ভালবাসেন। মাছ ভাত খান। পেশায় চিকিৎসক। স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আই এন কে হাসপাতালে কর্মরত। করোনার সময়েও এখানেই ছিলেন। কলকাতার পথে ঘাটে সাইকেলে ঘোরেন। আর হ্যাঁ পরিষ্কার বাংলা বলেন। আমাদের প্রতিনিধির সঙ্গে গলা মিলিয়ে গাইলেন তুমি রবে নীরবে। ভাষা দিবস জানেন। মানেন। বলেন বাংলা মিষ্টি ভাষা। তাই বাংলার প্রেমে পড়েছেন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla