AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

#AbMeriBaari- দেশব্যাপী ভারতের তৃণমূলস্তরের উদ্যোক্তাদের অদম্য উৎসাহ উদযাপনের পালা এবার

#AbMeriBaari- দেশব্যাপী ভারতের তৃণমূলস্তরের উদ্যোক্তাদের অদম্য উৎসাহ উদযাপনের পালা এবার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 27, 2025 | 5:15 PM

তিনচাকার গাড়ি চালিয়ে আজ যে ব্যক্তি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, বা সেই ডেলিভারি বয় যে তাঁর পরিবারে স্বাচ্ছল্য আনতে শহরের ট্রাফিক জ্যাম ডজ করছেন, বা সেই নিরাপত্তারক্ষী যিনি নিজের ব্যবসা শুরু করে সৌভাগ্যের চাবিটা খুঁজে নিতে চাইছেন- তাঁরাই হলেন সমাজের প্রকৃত যোদ্ধা, উন্নয়নের আসল কারিগর#TataAcePro #AbMeriBaari #GrassrootsGrowth #IndiaOnTheMove #SuccessKaSaarthi #TataMotors #ProKiPower #Entrepreneurship

ঠান্ডা অফিসের বোর্ডরুমে না, ভারতের উন্নয়নের গাথা প্রতিদিন লেখা হয় রাস্তায়, গলিতে, তৃণমূলস্তরের উদ্যোগপতিদের হাত ধরে। তিনচাকার গাড়ি চালিয়ে আজ যে ব্যক্তি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, বা সেই ডেলিভারি বয় যে তাঁর পরিবারে স্বাচ্ছল্য আনতে শহরের ট্রাফিক জ্যাম ডজ করছেন, বা সেই নিরাপত্তারক্ষী যিনি নিজের ব্যবসা শুরু করে সৌভাগ্যের চাবিটা খুঁজে নিতে চাইছেন- তাঁরাই হলেন সমাজের প্রকৃত যোদ্ধা, উন্নয়নের আসল কারিগর। এঁরাই সমাজে আসল পরিবর্তন আনতে সক্ষম, এঁরা শুধু নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেন না, বরং গোটা সমাজ, গোটা সম্প্রদায়ের উন্নতির স্বপ্ন দেখেন। আর এইসব মানুষদের সফরকে আরও একটু গতি দিতেই আত্মপ্রকাশ ঘটল নতুন Tata Ace Pro-এর। অতুলনীয় গুণমান, বর্ধিত শক্তি এবং বিশ্বাসের আশ্বাসে দেয় Tata Ace Pro, যা নিজের স্বপ্নে ভরসা রাখার সাহস জোগায়। এটা এই মানুষগুলোরই সময়, এবার এঁদের হাত ধরেই এগিয়ে যাওয়ার পালা।

‘কর লিজিয়ে সপনো কো সাকার করনে কি তৈয়ারি…

কহেঙ্গে আপ ভি জলদ…অব মেরি বারি’