Mankind Pharma IPO: বাড়াতে চান টাকা? বিনিয়োগ করুন কন্ডোমে!
বিনিয়োগকারীরা বেশি মুনাফা পেলেন ম্যানকাইন্ড ফার্মার আইপিও-তে বিনিয়োগ করে। শেয়ার প্রতি ২০০ টাকার বেশি মুনাফা পেলেন বিনিয়োগকারীরা।
বিনিয়োগকারীরা বেশি মুনাফা পেলেন ম্যানকাইন্ড ফার্মার আইপিও-তে বিনিয়োগ করে। শেয়ার প্রতি ২০০ টাকার বেশি মুনাফা পেলেন বিনিয়োগকারীরা। আইপিও এর ইস্যু প্রাইস ছিল ১০৮০ টাকা । বিএসইতে এই শেয়ারের দাম হয়েছে ১৩০০ টাকা। সেই শেয়ারের দাম বিনিয়োগকারীরা ২০% প্রিমিয়াম সহ মুনাফা পেয়েছে। এমনকি কিছু সময়ের জন্য ১৩৬৭ টাকাও দাম ওঠেছিল । আইপিও কোম্পানি প্রত্যেকের মাথাপিছু শেয়ার ১০২৬ টাকা থেকে ১০৮০ টাকা প্রাইস ব্যান্ড স্থির করেছিল। এই ফার্মা কোম্পানি খোলা ছিল ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল। বিনিয়োগকারীদের আবেদন করতে হয়েছিল একসঙ্গে কম করে ১৩টি শেয়ারের জন্য। বিনিয়োগকারীরা লাভ করেছেন ২৮০০ টাকা। ম্যানকাইন্ড ফার্মার চহিদা ভারতে আছে। এই আইপিও কোম্পানি শেয়ার বাজারে চাহিদা অনেক। ২০২২ সালে এই কোম্পানির বিক্রি বেড়েছে ২৪.৯৪ %। এই আইপিও কোম্পানি ১.২ কোটি শেয়ার ইস্যু করেছিল ৭৭ জন অ্যাঙ্কর বিনিয়োগকারীকে। যার দাম ছিল ১,২৯৭ কোটি টাকা। সিঙ্গাপুর সরকার, কানাডা পেনশন প্ল্যান, গোল্ডম্যান শ্যাক্স এর মতো বিদেশি সংস্থাগুলি অ্যাঙ্কর রাউন্ডে বিনিয়োগ করেছে।