IRCTC App: আইআরসিটিসির অ্যাপ ইন্সটল করলেই, সর্বনাশ!
IRCTC App Scam: আইআরসিটিসি মানুষকে শুধুমাত্র তাদের অনুমোদিত অ্যাপ – ‘IRCTC Rail Connect’ ব্যবহার করতে অনুরোধ করেছে। শুধুমাত্র Google Play Store বা Apple Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
অধিকাংশ মানুষই অনলাইনে টিকিট বুক করতে পছন্দ করেন। অনেকেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন প্ল্যাটফর্মকে বেছে নেন অনলাইনে টিকিট বুক করার জন্য। বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের টিকিট বুক করার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এই জনপ্রিয়তার সুযোগ নিয়ে অনেক স্ক্যামার অফিসিয়াল ওয়েবসাইটের মতোই কিছু নকল লিঙ্ক বানিয়ে তা প্রচার করছে। আপনি সেই ফিশিং লিঙ্ক -এ ক্লিক করে টিকিট বুক করলেই প্রচুর টাকা হাতছাড়া করে ফেলতে পারেন। টিকিট বুক করার সময় IRCTC মানুষকে সতর্ক থাকতে জানিয়েছে। IRCTC এমন লিঙ্কগুলিতে ক্লিক না করার জন্য জানিয়েছে। কোন লিঙ্কটি থেকে সতর্ক থাকবেন? IRCTC ‘irctcconnect.apk’ নামে একটি ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্পর্কে মানুষকে সতর্ক করেছে। লিঙ্কটি একটি ফিশিং ওয়েবসাইট ‘https://irctc.creditmobile.site’-এ হোস্ট করা হয়েছে। আপনি যদি কোনও এই ধরনের লিঙ্ক দেখতে পান,তাহলে তাতে কোনওভাবেই ক্লিক করবেন না। আইআরসিটিসি-র মতে, শুধু লিঙ্ক নয়, এটি অ্যাপে লিঙ্ক হিসেবেও শেয়ার করা হচ্ছে। যখনই সেই লিঙ্ক-এ ক্লিক করবেন,তখনই আপনার ফোনে একটি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। এই অ্যান্ড্রয়েড অ্যাপটি (APK File) ক্ষতিকারক। এটি ক্লিক করলে মোবাইল ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। লিঙ্কটি স্ক্যামাররা ব্যাপকভাবে শেয়ার করছে। আইআরসিটিসি মানুষকে শুধুমাত্র তাদের অনুমোদিত অ্যাপ – ‘IRCTC Rail Connect’ ব্যবহার করতে অনুরোধ করেছে। শুধুমাত্র Google Play Store বা Apple Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। আইআরসিটিসি অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।