Alipuduar News: চা বলয়ে রেশন অনিয়ম
আলিপুরদুয়ারের চাবাগানগুলিতে রেশন বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে।প্রাপ্য রেশন পাচ্ছেন না গ্রাহক রা। ফের রেশন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো চা বলয়ে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে রেশন বণ্টন নিয়ে অভিযোগ।
আলিপুরদুয়ারের চাবাগানগুলিতে রেশন বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে।প্রাপ্য রেশন পাচ্ছেন না গ্রাহক রা। ফের রেশন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো চা বলয়ে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগানে রেশন বণ্টন নিয়ে অভিযোগ। জনগণের অভিযোগ সময়মত রেশন প্রদান করা হয়না। বারংবার অভিযোগ করে কোনো সমস্যা সমাধান হচ্ছেনা।
আজ ও গ্ৰাহকরা রেশন দোকানের সামনে এসে ক্ষোভ জাহির করে। অভিযোগ প্রায়শঃই ফিঙ্গারপ্রিণ্ট নিয়ে নেওয়ার পর ও সামগ্ৰী প্রদান করা হয়না। এছাড়া এক মাস বাদে সামগ্ৰী প্রদান করা হয় । গত অক্টোবরে মাসের রেশন সামগ্ৰী এখনও প্রদান করা হয়নি। এই নভেম্বরে রেশন ডিলার অক্টোবর মাসের রেশন সামগ্ৰী প্রদান করছে। গ্ৰাহকদের প্রশ্ন তবে নভেম্বরের মাসের সামগ্ৰী কবে পাবো?
এবং আরো অভিযোগ অনেক গ্ৰাহক কে শুধু চাল দিয়ে পাঠিয়ে দেয়। আটা পড়ে দেওয়া হবে জানায়। অথবা আটা দিয়ে পাঠিয়ে দেয় চাল পড়ে দেওয়া হবে বলে জানায় । রেশন নেওয়ার জন্য গ্ৰাহকদের বারংবার আসতে হয় এবং হয়রানি পোহাতে হয়। যদিও নিয়ম চাল ও আটা মিলিয়ে ৩৫ কেজি খাদ্যশস্য একেবারে প্রদান করা। ডুয়ার্সের চাবলয়ে রেশন নিয়ে ক্ষোভ বাড়ছে। অথচ প্রশাসন নির্বিকার। যদিও রেশন ডিলার সোনামতি চিকবড়াইক জানান রেশন সবাইকে দেওয়া হয়। কোনো সময় দেরিতে আসলে দেরিতে পায় গ্ৰাহকরা। কিন্ত সবাইকে রেশন সামগ্ৰী দিয়ে দেওয়া হয় ।