Indian Economy: বিশ্বের অর্থনীতিতে উঠে আসছে ভারত

Indian Economy: বিশ্বের অর্থনীতিতে উঠে আসছে ভারত

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 7:46 PM

২০২২ এ ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের ৫ম অর্থনীতি হয় ভারত। বিশ্বের তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০৩০ এর মধ্যে আরও এগোবে ভারত। জাপান ও জার্মানিকে ছাপিয়ে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হবে ভারতের। ভারতের উপভোক্তা বাজারের বিস্তারের কারণেই এমন সম্ভাবনা।

২০২২ এ ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের ৫ম অর্থনীতি হয় ভারত। বিশ্বের তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০৩০ এর মধ্যে আরও এগোবে ভারত। জাপান ও জার্মানিকে ছাপিয়ে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হবে ভারতের। ভারতের উপভোক্তা বাজারের বিস্তারের কারণেই এমন সম্ভাবনা। জিডিপির নিরিখে আমেরিকা ১ম স্থানে। জিডিপি ২৫.৫ লক্ষ কোটি ডলার। ২য় স্থানে চিন।

জিডিপি ১৮ লক্ষ কোটি ডলার। এখন জাপান বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি। জিডিপি ৪.২ লক্ষ কোটি ডলার। জার্মানির জিডিপি ৪ লক্ষ কোটি ডলার। ২০২১ ও ২২ এর মতো ২০২৩এও ভারতীয় অর্থনীতির বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এভাবে চললে ২০৩০এ ভারতের জিডিপি হবে ৭.৩ লক্ষ কোটি ডলার। এ বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বেড়েছে ৭.৮% । এই অর্থবর্ষের শেষে জিডিপি ৬.২% থেকে ৬.৩ % বাড়বে আশা এস অ্যান্ড পি গ্লোবালের।